Diwali Bank and WB Govt Employees Holiday: কালীপুজোয় ব্যাঙ্ক ছুটি ৩১ অক্টোবর নাকি ১ নভেম্বর? সরকারি দফতর ফের খুলবে কবে?
Updated: 27 Oct 2024, 01:08 PM IST Abhijit Chowdhury 27 Oct 2024 bank holiday, wb government holidays, kali puja holiday, kali puja govt holiday, kali puja bank holiday, diwali bank holiday, ব্যাঙ্ক ছুটি, কলকাতায় ব্যাঙ্ক ছুটি, নভেম্বরে ব্যাঙ্ক ছুটি, কালীপুজোয় ব্যাঙ্ক ছুটি, রাজ্য সরকারি কর্মীদের ছুটি, পশ্চিমবঙ্গে সরকারি কর্মীদের ছুটি, পশ্চিমবঙ্গে সরকারি ছুটিদুর্গাপুজোর ছুটি কাটতে না কাটতেই ফের কালীপুজোর লম্বা ছুটি পেতে চলেছেন সরকারি কর্মীরা। এদিকে কালীপুজো উপলক্ষে ব্যাঙ্কের ছুটি কবে, তা নিয়ে প্রতিবছরই সাধারণ মানুষের মনে ধন্দ তৈরি হয়। এই আবহে জানুন এবছর কালীপুজোয় ব্যাঙ্ক কবে বন্ধ। এদিকে কালীপুজোর ছুটির পর সরকারি দফতর কবে খুলবে?
পরবর্তী ফটো গ্যালারি