Indian Cricket- ‘এত তাড়া কিসের ভাই’? রোহিত-বিরাটদের অবসরের প্রশ্নে রেগে লাল দিনেশ কার্তিক…
Updated: 08 Nov 2024, 03:00 PM ISTবিরাট কোহলি, রোহিত শর্মাদের টেস্টে খারাপ পারফরমেন্সের পরই তাঁদের অবসর জল্পনা শুরু হয়ে গেছে নানামহলে। অনেকেই দাবি করছেন, বর্ডার গাভাসকর সিরিজে হারলেই অবসর নিয়ে নেওয়া উচিত বিরাট কোহলিসহ দলের চার সিনিয়র ক্রিকেটার। অশ্বিন, জাদেজা, রোহিতও নাকি শেষ টেস্ট খেলেছে ফেলেছেন দেশের মাটিতে, যা শুনে বিরক্ত কার্তিক
অধিনায়ক রোহিত শর্মাকে নিয়ে টি২০ বিশ্বকাপ জয়ের পর মাতামাতি শুরু হয়েছিল। বাংলাদেশের বিরুদ্ধে কানপুর টেস্টে অনবদ্য জয়ের পর রোহিতের অধিনায়কত্বে সকলে মুগ্ধ হয়েছিল। আর নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হতেই এখন অনেকের চোখের বিষে পরিণত হয়েছেন ভারত অধিনায়ক। ব্যাট হাতেও টেস্ট এবং ওডিআইতে তাঁর খারাপ সময় যাচ্ছে। ছবি- এএনআই
(Surjeet Yadav) পরবর্তী ফটো গ্যালারি