Cyclone Fengal Rain and Speed Forecast: 'অন্যরকম' ঘূর্ণিঝড় তৈরি সন্ধ্যায়! ভারী বৃষ্টি অনেক জায়গায়, বাংলায় হবে কখন থেকে? Updated: 28 Nov 2024, 01:46 PM IST Ayan Das আজ সন্ধ্যার দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তবে অন্যান্য ঘূর্ণিঝড়ের মতো হচ্ছে না ‘ফেঙ্গল’। খুব বেশিক্ষণ ঘূর্ণিঝড় থাকবে না। আর ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা বেশ কম। সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে কবে থেকে বৃষ্টি হবে? তা দেখে নিন।