স্টার্কের কামাল, DC-র নিশ্চিত হারকে বদলে দিলেন জয়ে, IPL 2025-এর প্রথম সুপার ওভারে কাঁদতে হল RR-কে Updated: 16 Apr 2025, 11:58 PM IST Tania Roy আইপিএল ২০২৫ মরশুমে প্রথম সুপার ওভার খেলা হল ৩২তম ম্যাচে। যে ম্যাচে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালস। আর এই ম্যাচে সুপার ওভারে খেলা গড়ায় মিচেল স্টার্কের জন্য। তিনিই দিল্লির নিশ্চিত হারকে বদলে দেন জয়ে।