DA Protest demanding 7th Pay Commission: ডিএ আন্দোলনে নয়া মোড়? হকের দাবি আদায়ে ‘চূড়ান্ত ত্যাগে’ রাজি সরকারি কর্মীরা
Updated: 16 May 2023, 09:22 AM IST Abhijit Chowdhury 16 May 2023 dearness allowance, 7th pay commission da protest, da protest, songrami joutho moncho, bhaskar ghosh, 6th pay commission, salary of government employees, মহার্ঘ ভাতা, সরকারি কর্মীদের বেতন, সপ্তম বেতন কমিশন, ষষ্ঠ বেতন কমিশন, সংগ্রামী যৌথ মঞ্চ, ভাস্কর ঘোষডিএ আন্দোলনের সেঞ্চুরি পার হয়েছে। এই আবহে এবার শুরু হয়েছে 'ছুটি বিতর্ক'। নরমে-গরমে আন্দোলনরত সরকারি কর্মীদের দমাতে চাইছে শাসকদল। গত রবিবার এক অনুষ্ঠানে মন্ত্রী অখিল গিরি এই বিতর্ক উস্কে দিয়েছিলেন। এরপর গতকাল নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও প্রায় একই সুর শোনা গিয়েছিল।
পরবর্তী ফটো গ্যালারি