Cyclonic Circulation Rain and Hot Weather in WB: সাগরে নয়া ঘূর্ণাবর্তের আবির্ভাব,দক্ষিণবঙ্গে জারি থাকবে তীব্র তাপপ্রবাহ?
Updated: 22 Apr 2024, 09:46 AM IST Abhijit Chowdhury 22 Apr 2024 rain forecast, rain forecast in west bengal, rain forecast in south bengal, cyclonic circulation, heatwave, heatwave in west bengal, hot weather, kolkata weather, west bengal weather, kolkata temperature, বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, তাপপ্রবাহ, গরম আবহাওয়া, ঘূর্ণাবর্ত, পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস, কমলা সতর্কতা, কলকাতায় তাপপ্রবাহমান্নার উপসাগরীয় অঞ্চলে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে এর জেরে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কোনও প্রভাব পড়বে না বলেই জানা গিয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণে জেলায় জেলায় কমলা সতর্কতা জারি থাকবে আগামী কয়েকদিন। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে ৩ জেলায়।
পরবর্তী ফটো গ্যালারি