Rahul Gandhi's Bharat Jodo Yatra: বিগত দিনে জনসংযোগ বাড়াতে বারংবার মানুষের মাঝে গিয়েছেন রাহুল গান্ধী। কখনও পাবলিক বাসে চড়েছেন, কখনও কারও বাইকের পিছনে, তো কখনও ট্রাকে। এবার রাহুল গান্ধী সময় কাটালেন এক বাইক মেরামতির ওয়ার্কশপে। গ্যারাজে তিনি নিজে কাজ করেন। কথা বলেন কর্মীদের সঙ্গে।