CDS Lt General Anil Chauhan: লেখক থেকে গলফার, সঙ্গে সীমান্ত বিশারদ, নয়া CDS-এর অভিজ্ঞতার ঝুলিতে ছোট্ট উঁকি
Updated: 29 Sep 2022, 01:43 PM IST Abhijit Chowdhury 29 Sep 2022 cds general anil chauhan, lt general anil chauhan, indian army, news chief of defence staff, নয়া সিডিএস, চিফ অফ ডিফেন্স স্টা, জেনারেল অনিল চৌহান, ভারতীয় সেনাদেশের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ হচ্ছেন অবসরপ্রা... more
দেশের পরবর্তী চিফ অফ ডিফেন্স স্টাফ হচ্ছেন অবসরপ্রাপ্ত লেফ্টন্যান্ট জোনারেল অনিল চৌহান। সীমান্ত সমস্যা নিরসনে বিশেষ অভিজ্ঞতা রয়েছে জেনারেল অনিল চৌহানের। তাছাড়া মুখোশ সংগ্রহের শখ রয়েছে তাঁর। তিনি বেশ ভালো গলফও খেলেন বলে জানা যায়। এছাড়া একালে ভালো বাস্কেটবল খেলতেন তিনি। তাছাড়া দুটি বইও লিখেছেন তিনি।
পরবর্তী ফটো গ্যালারি