বগটুই থেকে গ্রুপ ডি দুর্নীতি, আদালতের নির্দেশে ৭ মাসে ৭ CBI কাঁটায় বিদ্ধ রাজ্য
Updated: 05 Apr 2022, 09:09 AM IST Abhijit Chowdhury 05 Apr 2022 cbi, bogtui murder, rampurhat killings, jhalda councilor murder, group d scam, calcutta high court, cbi probe, ঝালদা কংগ্রেস কাউন্সিলর খুন, সিবিআই, কলকাতা হাই কোর্ট, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলা, সিবিআই তদন্তের নির্দেশ, বগটুইকাণ্ড, রামপুরহাট হত্যাকাণ্ড২০২১ সালের ২ মে তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর থেকে একাধিক মামলায় মমতার অধীনে থাকা রাজ্য পুলিশের বদলে তদন্তভার দেওয়া হয়েছে সিবিআইকে। বিগত প্রায় সাড়ে সাত মাসে রাজ্য পুলিশের থেকে সিবিআইয়ের হাতে গিয়েছে সাতটি মামলা। এর মধ্যে নবতম সংযোজন ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যাকাণ্ড।
পরবর্তী ফটো গ্যালারি