AIS App for ITR Filing: আয়কর রিটার্ন ফাইল করার আগে কি AIS অ্যাপ দেখেছেন? এতে যা লাভ হয়... Updated: 24 Jul 2023, 03:16 PM IST Abhijit Chowdhury এই বছরের মার্চ মাসেই আয়কর বিভাগ একটি মোবাইল অ্যাপ চালু করেছে। অ্যাপটির নাম 'করদাতার জন্য AIS'। এতে করদাতাদের বার্ষিক তথ্য বিবরণী বা এআইএস এবং করদাতাদের তথ্যের সারাংশ বা টিআইএস দেখতে পাওয়া যায়।