Air India-Airbus deal: মোদী, ম্যাক্রোঁর উপস্থিতিতে এয়ার ইন্ডিয়া ও এয়ারবাসের বড় চুক্তি, ভারত-ফ্রান্স সম্পর্কে নয়া অধ্যায়
Updated: 14 Feb 2023, 06:59 PM IST Sritama Mitra 14 Feb 2023 airindia-airbus launch with modi n macron in presence, Air India Airbus deal, মোদী ম্যাক্রোঁ, এয়ার ইন্ডিয়া এয়ারবাস চুক্তিপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর উপস্থিতিতে এই অংশিদারির চুক্তি স্বাক্ষরিত হয়।এদিন বক্তব্য রাখার সময় নরেন্দ্র মোদীকে ‘ডিয়ার নরেন্দ্র’ বলে সম্বোধন করেন ম্যাক্রোঁ। এদিনের অনুষ্ঠানে নরেন্দ্র মোদী বলেন,'আসন্ন সময়ে অসামরিক পরিবহনের ক্ষেত্রে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম বাজার হতে চলেছে। এজন্য আগামী ১৫ বছরে ২০০০ এর বেশি বিমান লাগবে। এই বাড়তি চাহিদা মেটাবে এই চুক্তি।'
পরবর্তী ফটো গ্যালারি