Agnipath Recruitment: অগ্নিপথ প্রত্যাহার নয়, আগে থেকে সুবিধার পরিকল্পনা, চাপের মুখে ঘোষণা নয়: কেন্দ্র Updated: 19 Jun 2022, 04:21 PM IST Ayan Das Agnipath Recruitment (Indian Armed Forces Jobs): দেশের একাংশে তাণ্ডব চলেছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে ট্রেন। পুড়ে গিয়েছে গাড়ি। তবে কোনওভাবেই ‘অগ্নিপথ’ প্রকল্প প্রত্যাহার করা হবে না। জানিয়ে দিল প্রতিরক্ষা মন্ত্রক। রবিবার আর কী কী বলা হল, তা দেখে নিন -