জল্পনা ও গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরেই। এবার মিলল রেলের অনুমোদনও। শীঘ্রই পূর্ব রেল পেতে চলেছে এসি লোকাল ট্রেন। এই নিয়ে বড় ঘোষণা করেছে রেল বোর্ড। এর আগে রেলের তরফে জানানো হয়েছিল, মাতৃভূমি লোকালে একটি কামরা এসি হবে। তবে তাতে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। এই আবহে এবার গোটা লোকালই হবে এসে।