7th Pay Commission Protest: 'উচিত শিক্ষা দেওয়া হবে', ২৪-এর ভোটের আগে শাসক দলকে চরম হুঁশিয়ারি সরকারি কর্মীদের
Updated: 19 Dec 2023, 07:20 AM IST Abhijit Chowdhury 19 Dec 2023 7th pay commission, ops, old pension scheme, nps, salary of state government employees, salary of central government employees, সপ্তম বেতন কমিশন, ওপিএস, পুরনো পেনশন স্কিম, নতুন পেনশন স্কিম, এনপিএস, সরকারি কর্মীদের বেতনঘনিয়ে আসছে লোকসভা নির্বাচন। এর আগে নিজেদের দাবি নিয়ে আরও সুর চড়াচ্ছেন সরকারি কর্মীরা। এই আবহে লোকসভা নির্বাচনের আগে শাসকদলের বিরদ্ধে আরও তীব্র আন্দোলনের হুঁশায়িরা দেওয়া হয়েছে। দাবি না মানা হলে, সরকার পক্ষকে 'উচিত শিক্ষা দেওয়া হবে' বলেও আক্রণ শানিয়েছেন কর্মীরা।
পরবর্তী ফটো গ্যালারি