DA as per AICPI: কবে থেকে AICPI অনুযায়ী DA পাবেন বাংলার সরকারি কর্মীরা? করা হল বড় মন্তব্য Updated: 05 Jun 2023, 06:20 PM IST Ayan Das পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ছয় শতাংশ হারে মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) পান। চলতি বছরের মার্চ থেকে সেই হারে ডিএ পেয়ে থাকেন। কবে থেকে তাঁরা সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী ডিএ পাবেন?