ওড়িশায় ফের নির্যাতিত মহিলা। ওড়িশায় বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে প্রকাশ্য রাস্তায় হেনস্থা করা হল এক শিক্ষিকাকে। তাঁকে নিগ্রহ করার পাশাপাশি গলায় মালা পরে রাস্তায় হাঁটতে বাধ্য করা হয় বলে অভিযোগ। ওই মহিলাকে নিগ্রহ করার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ওই মহিলার বন্ধুকেও সবার সামনে নিগ্রহ করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই দৃশ্য।
আরও খবর-বরফ গলছে! নয়াদিল্লিতে ট্রাম্পের রাষ্ট্রদূত নিয়োগকে সমর্থন ভারতীয় Envoy-র
ঘটনাটি ঘটেছে ওড়িশার পুরীতে। জানা গিয়েছে, গত মঙ্গলবার রাতে ওই শিক্ষিকাকে প্রকাশ্য রাস্তায় হেনস্থা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সেখানকার এক ছাত্র নেতার সঙ্গে তাঁর বিবাহ-বহির্ভূত সম্পর্ক আছে বলে অভিযোগ করে তাঁকে হেনস্থা করা হয়। ওই মহিলার স্বামী এবং আরও কয়েকজন তাঁদের দু'জনকে নিগৃহীত করেন বলে অভিযোগ। জানা গিয়েছে, ওই মহিলা একজন স্কুল শিক্ষিকা। স্বামীর সঙ্গে বিবাদের জেরে তিনি এখন নিমাপাড়া এলাকায় একটি ভাড়াবাড়িতে একাই থাকেন। তাঁর স্বামীও একটি কলেজে পড়ান। ওই মহিলার বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন তাঁর স্বামী। অভিযোগ, মঙ্গলবার রাত ৮টা নাগাদ নিমাপাড়ার ওই ভাড়াবাড়িতে ঢুকে পড়েন তাঁর স্বামী এবং সঙ্গীরা। সেখানে ওই শিক্ষিকার সঙ্গে এক পুরুষকে আপত্তিকর অবস্থায় পাওয়া যায় বলে দাবি করেন তাঁর স্বামী।যিনি মহিলার স্কুলেরই সহকর্মী। তারপরেই তাঁদের দু'জনকে বাইরে এনে নিগ্রহ করা হয় বলে অভিযোগ।
আরও খবর-বরফ গলছে! নয়াদিল্লিতে ট্রাম্পের রাষ্ট্রদূত নিয়োগকে সমর্থন ভারতীয় Envoy-র
এই নিগ্রহের ঘটনা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পরেই প্রকাশ্যে এসেছে। ওই ভিডিওতে দেখা গিয়েছে, ওই মহিলাকে টেনে হিঁচড়ে বের করে মারধর করেন স্বামী। গলায় জুতোর মালা পরিয়ে রাস্তায় হাঁটতে বাধ্য করেন। আশেপাশের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ঘটনা দেখে এবং অনেকেই মোবাইলে ভিডিও করে। তবুও তাঁকে সাহায্যের জন্য এগিয়ে পর্যন্ত আসেনি। এমনকী ওই শিক্ষিকার সঙ্গেও থাকা অপর শিক্ষককে শুধু অন্তর্বাস পরে রাস্তায় হাঁটতে বাধ্য করা হয় এবং তিনিও শারীরিক ও মানসিক অপমানের শিকার হন।পরে জনতার ঘেরাওয়ের মধ্যেই ওই দু’জনকে স্থানীয় থানার দিকে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই ঘটনাটি প্রকাশ্যে আসে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। বিষয়টি সম্পর্কে জানতেই পুলিশ হস্তক্ষেপ করে।পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। ওই মহিলার স্বামী-সহ দু'জনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।তাদের বিরুদ্ধে 'নারীর মর্যাদা ক্ষুণ্ন করা' এবং 'অবৈধভাবে হামলার' অভিযোগ আনা হয়েছে।