অস্মিতা রবি শঙ্কর
দিল্লিতে গেরুয়া ঝড়। উড়ে গেল আপ। দিল্লিতে দীর্ঘদিন পরে ক্ষমতায় ফিরল বিজেপি। নয় নয় করে একেবারে ২৭ বছর। সেই ২৭ বছরের বিরতির পর দিল্লিতে ঘুরে দাঁড়াচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তাদের গ্রেটার কৈলাস প্রার্থী শিখা রায় আম আদমি পার্টির নেতা
সৌরভ ভরদ্বাজকে পরাজিত করেছেন। ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, শিখা রায় ৩,১৮৮ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।