বিমা কেনার সময়ে অনেকেই বিভ্রান্ত হয়ে যান। অনেকেই ভুল বিমা পলিসি বেছে ফেলেন। কিন্তু প্রত্যেকের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সুবিধা দেখেই বিমা কেনা উচিত।জীবন বিমার ক্ষেত্রে পিওর প্রোটেকশন টার্ম বিমা সেরা। খুব কম প্রিমিয়ামেই পর্যাপ্ত সুরক্ষা পেতে এটাই ভাল অপশন।উদাহরণস্বরূপ, ধরুন একজন মহিলার বয়স ৩০ বছর। ধূমপান করেন না। তিনি যদি একটি সঠিক টার্ম পলিসি নেন, তাতে ৬০ বছর বয়স পর্যন্ত কভারেজ পাবেন। তার জন্য প্রতি মাসে প্রায় ১ হাজার টাকা খরচ হবে। এখনকার দিনে রেস্টুরেন্টে খেতে গেলেই এই টাকা খরচ হয়ে যায়। আবার ধরুন কারও বয়স ২৬ বছর। এই কম বয়সে কিনলে প্রিমিয়াম প্রায় ২০% কম হবে। কিন্তু তাই বলেই কি পলিসিটা কেনা উচিত্?কম প্রিমিয়াম দেখেই তাড়াতাড়ি বিমা কেনার সিদ্ধান্ত নেবেন না। আপনার কখন বিমা প্রয়োজন এবং বর্তমান আর্থিক পরিস্থিতিতে তা কতটা সঙ্গত, তা ভাবা প্রয়োজন। সময়ের সঙ্গে সেই কভারেজ অ্যামাউন্টে কতটা লাভ হবে, সেটাও ভাবা দরকার। তাহলে কোন কোন ক্ষেত্রে টার্ম ইন্স্যুরেন্স এড়িয়ে চলবেন?কোনও পারিবারিক দায় না থাকলে: জীবন বিমার মূল উদ্দেশ্য হল, আপনার অনুপস্থিতিতে আপনার নির্ভরশীলদের আর্থিক সুরক্ষা দেওয়া। আপনি যদি একা থাকেন, ব্যাচেলর হন এবং অভিভাবকদের আর্থিক পরিস্থিতি ভাল হয়, সেক্ষেত্রে টার্ম ইন্স্যুরেন্স না কেনাই ভাল।যথেষ্ট সম্পদ আছে: যদি আপনার যথেষ্ট গচ্ছিত অর্থ থাকে, এবং বিপদের সময়েও তা যথেষ্ট মনে করেন, সেক্ষেত্রে টার্ম পলিসি বাদ দিতে পারেন। বরং সন্তানের কলেজ, অবসর গ্রহণ ইত্যাদি লক্ষ্য মাথায় রেখে অন্য স্থানে বিনিয়োগ করতে পারেন।