আগামী সোমবার অযোধ্যায় রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠান । এই উপলক্ষে প্রচুর ভিভিআইপি উপস্থিত থাকবেন রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠানে। এরমধ্যে অনেকেই যাবেন ব্যক্তিগত জেট বা চার্টার্ড প্লেনে। ফলে এত সংখ্যক বিমান উত্তরপ্রদেশে পার্কিং সম্ভব নয়। সেই কারণে এই বিমানগুলি পার্কিংয়ের জন্য পাঁচটি রাজ্যের বিমানবন্দরকে বেছে নেওয়া হয়েছে। সদ্য উদ্বোধন হওয়া অযোধ্যার মহর্ষি বাল্মিকী বিমানবন্দরটি ছোট হওয়ায় সেটিতে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান ইন্ডিয়া ওয়ানের জন্য সংরক্ষণ রাখা হয়েছে।
আরও পড়ুন: রাম মন্দির উদ্বোধনের দিন ছুটি ঘোষণার দাবিতে মুখ্যমন্ত্রীকে চিঠি সুকান্তর
এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া সূত্রে জানা গিয়েছে, ইন্ডিয়া ওয়ান অবতরণ করলে অযোধ্যা বিমানবন্দরে আর কোনও বিমান থাকবে না। ফলে ১০০০ কিমির মধ্যে বাকি বিমানগুলিকে পার্কিংয়ের জন্য জায়গা দিতে বলা হয়েছে। যাতে ভিভিআইপিদের বিমানগুলি অযোধ্যায় অবতরণের পর পার্কিংয়ের জন্য ওই বিমানবন্দর গুলিতে পৌঁছবে। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (এএআই) যে ৫ টি রাজ্যের বিমানবন্দরগুলিকে বেছে নিয়েছে সেই রাজ্যগুলি হল–উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ড। ৪৮টি চার্টার্ড বিমান আসবে অযোধ্যায়। সেগুলি ওই ১২ টি বিমানবন্দরে পার্কিং করা হবে। প্রস্তাবিত ১২টি বিমানবন্দর হল– খাজুরাহো, জবলপুর, ভোপাল, দেরাদুন, লখনউ, প্রয়াগরাজ, কানপুর, বারাণসি, কুশিনগর, গোরখপুর, গয়া এবং দেওঘর।
অযোধ্যা বিমানবন্দর বিমান অবতরণের জন্য উপযুক্ত। বারাণসী বিমানবন্দরে ১০টি বড় বিমান এবং একটি ছোট বিমানের পাশাপাশি ১২টি অনির্ধারিত উড়ানের জন্য জায়গা দেওয়া সম্ভব। বিমানবন্দরের পরিচালক পুনিত গুপ্ত বলেছেন,২১ থেকে ২৩ জানুয়ারির মধ্যে নির্ধারিত ৩০ টি উড়ানের জন্য পার্কিং ইতিমধ্যেই সংরক্ষিত হয়েছে।