ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকেই পশ্চিমী দুনিয়ার সঙ্গে সম্পর্ক ক্রমাগত তিক্ত হয়েছে রাশিয়ার। এরপর বিদেশী ভাষা যাতে রুশ অফিসারদের দৈনন্দিন ব্যবহারের মধ্যে না আসে, তা নিয়ে বড়সড় ফতোয়া জারি করে দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সদ্য পুতিনের নির্দেশে, একটি ফরমানে জানানো হয়েছে, 'ফরমাল' আলোচনায় রাশিয়ার সরকারি আমলাদের কথা বলতে হবে রাশিয়ার ভাষায়। রাশিয়ার নয়া আইনের প্রসঙ্গ তুলে এক সরকারি ওয়েবসাইটে এই কথা জানানো হয়।
উল্লেখ্য, রাশিয়ার সরকারি অফিসারদের রাশিয়ার ভাষাতেই কথা বলতে হবে, এমনই বার্তা নয়া ফরমানে বলা হয়েছে। সেখানে স্পষ্ট বলা হচ্ছে, 'রাশিয়ান ফেডারেশনের রাষ্ট্র ভাষা হিসাবে রাশিয়ান ব্যবহার করার সময় আধুনিক রাশিয়ান নিয়মের সাথে সঙ্গতিপূর্ণ নয় এমন শব্দ এবং অভিব্যক্তি ব্যবহার করার অনুমতি নেই। রাশিয়ান ভাষায় কথা বলার সময় বিদেশী শব্দগুলিকে বাদ দিয়ে তার সমার্থক রাশিয়ান শব্দ ব্যবহার করতে হবে।' এই নিয়ম লাগু করতে বেশ কয়েকটি বিষয়ের তালিকা প্রকাশ করবে সরকার। এছাড়াও ডিকশনারিও তুলে ধরবে সরকার। সেই ডিকশনারি সরকার দ্বারা অনুমোদিত হয়ে আসবে। এছাড়াও ওই নিয়ম অনুযায়ী, রাশিয়ার অফিশিয়ালরা কোন ধরনের আচার ব্যবহারের মধ্যে দিয়ে যাবেন, বা কোন ধরনের অভ্যাস কথা বলার সময় রাখবেন, তারও একটি বিধি প্রকাশিত হচ্ছে। মূলত রুশ সংস্কৃতিকে ধরে রাখতে ও তাকে নিরাপদে রাখতে এমন পদক্ষেপ বলে মস্কো সূত্রের দাবি। ('ভারত জোড়ো যাত্রা'র পর লুক পাল্টে ফেললেন রাহুল! তাঁর সাম্প্রতিক ছবি দেখেছেন কি?)
এছাড়াও রুশ সংস্কৃতিতে কোনটা অশ্লীল ও কোনটা অশ্লীল নয়, তা নিয়েও থাকবে বেশ কিছু বার্তা। তবে নয়া সংশোধনীগুলি এমন ব্যক্তিদের জন্য শাস্তি অন্তর্ভুক্ত করে না যাঁরাএই নয়া আইন অনুসরণ করতে ব্যর্থ হচ্ছেন। এদিকে, এখনও ব্যবহার করা যেতে পারে এমন বিদেশি শব্দগুলির একটি পৃথক তালিকা আলাদাভাবে প্রকাশ করা হবে, প্রতিবেদনে বলা হয়েছে, এই শব্দগুলির তালিকা অভিধান এবং রেফারেন্স বইতে প্রকাশ করা হবে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup