ছোটোবেলায় জীববিজ্ঞানের খাদ্য-খাদকের সম্পর্কের কথা মনে আছে তো? আচ্ছা, যদি প্রশ্ন করি, 'একটা সাপ আর ব্যাঙ একই জলাশয়ে আছে, কে কাকে খাবে?'নিশ্চয় ভাবছেন এ আর এমন কী প্রশ্ন! সাপই ব্যাঙ ধরে খাবে। কিন্তু যদি বলি উল্টোটাও হতে পারে? বিশ্বাস হচ্ছে না? আজ্ঞে হ্যাঁ। এমনটাও কিন্তু হওয়া অস্বাভাবিক নয়।অসম্ভব যে নয়, তার প্রমাণ পাবেন একটি ভিডিয়োতে। সেখানে সবুজ রঙের একটি ব্যাঙকে দেখা যাচ্ছে একটি গোটা সাপ খেতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। দেখুন সেই আজব ঘটনা। ন্যাশানাল জিওগ্রাফিকের বর্ণনা অনুযায়ী এটি সম্ভবত অস্ট্রেলিয়ান গ্রিন ট্রি ফ্রগ। সাধারণত পোকামাকড়ই এদের মূল খাদ্য হলেও, মাঝে মাঝে ছোট সাপও শিকার করে এই ধরনের ব্যাঙ।তাই এবার থেকে সাপে ব্যাঙ খায়, উল্টোটা হয় না, এই ধারণা আর রইল না তো? আসলে আমাদের পৃথিবীটা অনেক বড়। আর কত কীই তো আমাদের অজানা! ভিডিয়োটি কেমন লাগল সেটা কমেন্টে জানাতে ভুলবেন না।