প্রাক্তন প্রেমিকাকে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগে এক যুবককে অপহরণ করে বেধড়ক মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। আর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে বেঙ্গালুরুতে।গোটা ঘটনাটি ক্যামেরাবন্দিও করেছেন অভিযুক্তদেরই একজন। সম্প্রতি কন্নড় অভিনেতা দর্শনকাণ্ড থেকেই অনুপ্রেরণা পেয়েছেন তাঁরা, পুলিশ সূত্রে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
ভিডিও ফুটেজে দেখা গেছে, কুশল নামের একটি যুবককে চুলের মুঠি ধরে মারছে।তাঁর কাপড় খুলে ফেলছে। তাঁর গোপনাঙ্গেও আঘাত করা হচ্ছে। মারধরের সময়ে অভিযুক্তদের একজন রেনুকাস্বামী হত্যা মামলার উল্লেখ করে বলেন, 'তোরও সেই দশা হবে।' শুধু তাই নয়, মারধর করতে করতেই তাঁদের সেই কুখ্যাত হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে হাসাহাসি করতেও দেখা যায়।পুলিশ জানিয়েছে, কুশল এবং এক কলেজ ছাত্রী গত দু’বছর সম্পর্কে ছিল। কিন্তু কয়েক মাস আগে তাদের ব্রেক-আপ হয়। ওই তরুণী পরে আর এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এই সম্পর্কের কারণে রেগে গিয়েই কুশল প্রাক্তন প্রেমিকাকে কয়েকটি অশ্লীল মেসেজ পাঠায় বলে অভিযোগ।
এরপরেই এই বিষয়টি ওই তরুণী তাঁর বর্তমান প্রেমিককে জানায়। অভিযোগ, প্রতিশোধ নিতেই ওই যুবক তাঁর কয়েকজন বন্ধুদের নিয়ে পরিকল্পনা করে কুশলকে ফাঁদে ফেলে। সমস্যা মিটিয়ে নেওয়ার নাম করে ডেকে পাঠায় কুশলকে। কিন্তু সেখানে পৌঁছনোর পর কুশলকে জোর করে গাড়িতে তুলে অন্যত্র নিয়ে যাওয়া হয়। এরপর একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে শুরু হয় বেধড়ক মারধর। এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ।
রেণুকাস্বামী হত্যাকাণ্ড
বেঙ্গালুরুর সুমনহল্লি এলাকার একটি ড্রেনের ধারে রেনুকাস্বামী নামে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়েছিল। তাঁর শরীরজুড়ে আঘাতের চিহ্ন ছিল। পুলিশি তদন্তে জানা যায়, ওই ব্যক্তি কন্নড় অভিনেত্রী পবিত্রা গৌড়াকে অশ্লীল মেসেজ পাঠিয়েছিলেন। সেই কারণেই তাঁকে অপহরণ করে শারীরিক নির্যাতনের পর খুন করা হয় বলে প্রাথমিক অনুমান।
প্রথমে ৪ জন যুবক পুলিশের কাছে আত্মসমর্পণ করে দাবি করেন, টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরেই তাঁরা রেনুকাস্বামীকে খুন করেছে। কিন্তু পরে তদন্তে উঠে আসে, এই হত্যাকাণ্ড ছিল একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। যার সঙ্গে সরাসরি জড়িয়ে ছিলেন জনপ্রিয় কন্নড় অভিনেতা দর্শন, অভিনেত্রী পবিত্রা গৌড়া-সহ আরও অন্তত ১৫ জন। তারপরেই ১১ জুন অভিনেতাকে গ্রেফতার করা হয়। এরপর তদন্ত যত এগিয়েছে, পুলিশের হাতে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।