সম্ভলে জামা মসজিদে সমীক্ষার বিরোধিতা করে বিক্ষোভ দেখাতে গিয়ে মৃত্যু হয়েছে পাঁচজনের। রবিবারের ঘটনা। এরপর মুখ খুললেন জমিয়ত উলামা ই হিন্দের মৌলানা মেহমুদ মাদানি। তিনি ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে আবেদন করেছেন যে মসজিদ সমীক্ষার নাম করে এই সাম্প্রদায়িক হিংসা পাকানোর চক্রান্তকে বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিন।
মৌলানা মাদানি বলেন, সমীক্ষার নাম করে নানা ধরনের কার্যকলাপ হচ্ছে। এর জেরে অবিশ্বাস, অস্থিরতা তৈরি হচ্ছে বিভিন্ন এলাকায়। তার মধ্যে সম্ভল অন্যতম। এর জেরে শান্তি শৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে। এটা দেশের ধর্মনিরপেক্ষতার উপর সরাসরি আঘাত হানছে।
জামায়তে উলেমা হিন্দ এনিয়ে একটি বিবৃতি জারি করেছে। এই ধরনের সমীক্ষার অপপ্রয়োগ সামাজিক সম্প্রীতিকে নষ্ট করছে, এটা আমাদের স্বাধীনতার সময় থেকে বজায় রয়েছে। এই ধরনের কাজ ভাগাভাগিকে উৎসাহ দিচ্ছে। তিনি শীর্ষ আদালতের কাছে আবেদন করেন যাতে স্বতঃপ্রণোদিত ব্যবস্থা করা হয়।
তিনি জানিয়েছেন, এই সময় বিচারবিভাগীয় হস্তক্ষেপ অত্যন্ত প্রয়োজনীয়। যেভাবে হিংসা ছড়িয়েছে সেটা বন্ধ করার জন্য, দেশের ঐক্য ও সম্প্রীতিকে অটুট রাখার জন্য এটা খুব দরকার। আমাদের আশা বিচারবিভাগ এনিয়ে সময়ে হস্তক্ষেপ করবে।
এদিকে উত্তরপ্রদেশের সম্ভল জেলায় মুঘল আমলের শাহি জামা মসজিদের আদালতের নির্দেশিত সমীক্ষার বিরোধিতা করে রবিবারের হিংসার ঘটনায় সমাজবাদী পার্টির সাংসদ জিয়াউর রহমান বার্ক এবং স্থানীয় এসপি বিধায়ক ইকবাল মেহমুদের ছেলে সোহেল ইকবালের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।