উদ্ধব শিবিরের শিবসেনা সাংসদ বিনায়ক রাউতের দাবি, একনাথ শিন্ডে শিবিরে ইতিমধ্যেই কোন্দল শুরু হয়েছে। সেই ক্যাম্পের বহু জনপ্রতিনিধিই একনাথ শিন্ডের হাত ছাড়তে চাইছেন, তাঁদের জিনেদের সংসদীয় কেন্দ্রে উন্নতি হচ্ছে না, এমন অভিযোগে। এমনই দাবি উদ্ধব শিবিরের। ঘটনা নিয়ে পাল্টা মুখ খুলেছে একনাথ শিন্ডে শিবির।