মার্কিন যুক্তরাষ্ট্রের পর এবার ব্রিটেন। পশ্চিমী দেশে ক্রমাগত বাড়ছে ভারতীয়দের উপর হামলার ঘটনা। স্বাধীনতা দিবসের দিনই ব্রিটেনে কিশোরদের দ্বারা বর্ণবিদ্বেষের শিকার হলেন শিখ সম্প্রদায়ের ২ ব্যক্তি। ইতিমধ্যে ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, গত শুক্রবার ওলভারহ্যাম্পটনের একটি রেল স্টেশনের বাইরে ২ শিখ বৃদ্ধের উপরে হামলার অভিযোগ উঠেছে ৩ কিশোরের বিরুদ্ধে। বর্ণবিদ্বেষের শিকার হন তাঁরা। ইতিমধ্যে নির্যাতনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। সেই ভিডিওতে দেখা গিয়েছে, দুই বৃদ্ধ মাটিতে পড়ে রয়েছেন। ৩ জন আক্রমণকারী ২ বৃদ্ধকে বেধড়ক মারধর করছে। বার বার লাথিও মারতে দেখা গিয়েছে। নির্যাতিতদের পাগড়ি খুলে পাশে মাটিতে পড়ে থাকতে দেখা গিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই ভিডিও ফুটেজ দেখে ৩ কিশোরকে গ্রেফতার করা হয়েছে। পরে জামিনে মুক্তি পেয়েছে তারা।