খেলতে-খেলতে পেনসিল ব্যাটারি গিলে ফেলেছিল দু'বছরের ছেলে। অস্ত্রোপচার করে তা বের করলেন চিকিৎসকরা। আপাতত সুস্থ আছে ওই খুদে। ঘটনাটি কেরলের তিরবনন্তপুরমের।
একটি সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, বাড়িতে টিভির রিমোট নিয়ে খেলছিল ওই খুদে। সেইসময় কোনওভাবে রিমোটে থাকা পেনসিল ব্যাটারি গিলে ফেলেছিল। যা তিরবনন্তরপুরমের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করে বের করা হয়েছে।
আরও পড়ুন: Gallbladder stone myths and facts: গলব্লাডার স্টোন নিয়ে এই ভুল ধারণাগুলো আপনার নেই তো? কী বলছেন চিকিৎসকরা
ওই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসককে উদ্ধৃত ওই সংবাদসংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে, প্রাথমিকভাবে বাড়ির কাছে একটি হাসপাতালে খুদেকে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর ওই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। খুদের কী হয়েছে, তা জানার পরই অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হতে থাকে। প্রস্তুত করা হয় অপারেশন থিয়েটার। অ্যানাস্থেশিয়া করে ওই খুদের পেট থেকে পেনসিল ব্যাটারি করা হয়। ২০ মিনিটের মধ্যেই অস্ত্রোপচার সম্পন্ন হয় বলে জানিয়েছেন ওই বিশেষজ্ঞ চিকিৎসক।
আরও পড়ুন: Giant cyst operation: মাথায় লেগে যেন আরেকটা মাথা, বিরল সিস্টের অস্ত্রোপচারের পর নতুন জীবন পেল একরত্তি