সংবিধান প্রণেতা ড. বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে বেফাঁস মন্তব্য করে কি কিছুটা হলেও ব্যাকফুটে চলে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? 'তাঁর আম্বেদকর-ফ্য়াশন' মন্তব্যের প্রতিবাদে ইতিমধ্যেই বিক্ষোভে সামিল হয়েছে কংগ্রেস। সোচ্চার হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়। এবার সেই একই কারণে অমিত শাহের বিরুদ্ধে সংসদে 'প্রিভিলেজ নোটিশ' পেশ করলেন মমতারই দলের প্রতিনিধি তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন।
প্রাথমিকভাবে যতটুকু জানা গিয়েছে, ১৮৭ নম্বর রুলের অধীনে অমিত শাহের বিরুদ্ধে এই পদক্ষেপ করেছেন ডেরেক। 'কাউন্সিল অফ স্টেট্স'-এর 'রুলস অফ প্রসিডিওর অ্য়ান্ড কনডাক্ট অফ বিজনেস'-এর অধীনে এই নোটিশ পেশ করেছেন তিনি।
উল্লেখ্য, মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে বক্তৃতা পেশ করার সময় অমিত শাহকে বলতে শোনা গিয়েছিল, 'এটা একটা ফ্যাশন হয়ে গিয়েছে। আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর...! যদি ভগবানের নাম এতবার নিতেন, তাহলে সাত জন্মের জন্য স্বর্গবাস হত!'
স্বাভাবিকভাবেই ভারতীয় সংবিধানের প্রণেতা বাবাসাহেবকে নিয়ে এমন মন্তব্য করতেই অমিত শাহের বিরুদ্ধে কোমর বেঁধে মাঠে নেমেছেন বিরোধীরা। ডেরেক ও'ব্রায়েনের পদক্ষেপ তাতে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
শাহের পদত্য়াগ দাবি কংগ্রেসের:
এই ঘটনায় ইতিমধ্যেই অমিত শাহের পদত্যাগ দাবি করেছে লোকসভার প্রধান বিরোধী দল জাতীয় কংগ্রেস। শাহের মন্তব্য নিয়ে সরাসরি মুখ খুলেছেন দলের শীর্ষ নেতা-নেত্রীরা। সংসদ চত্বরে বাবাসাহেবের ছবি হাতে নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছেন দলের সাংসদরা।
দলের তরফে আরও দাবি করা হয়েছে, এমন অবমাননাকর মন্তব্যের জন্য অমিত শাহের ক্ষমা চাওয়া উচিত। দলের সভপতি মল্লিকার্জুন খাড়গে অমিত শাহের এই মন্তব্য়ের সমালোচনা করতে গিয়ে সমগ্র বিজেপিকেই কাঠগড়ায় তুলেছেন। তাঁর বক্তব্য, বিজেপি আসলে আরএসএস এবং মনুবাদের ভাবধারায় চালিত হচ্ছে। সেই কারণেই সংবিধান প্রণেতাকে এভাবে অপমান করা হচ্ছে।
অমিত শাহের পাশে নরেন্দ্র মোদী:
যদিও এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশেই দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পালটা কংগ্রেসকেই তোপ দেগেছেন তিনি। তাঁর বক্তব্য, 'কংগ্রেস এবং তার পচা ইকোসিস্টেম' আসলে বছরের বছরের পর ধরে যে মিথ্য়াভাষণ করে এসেছে, অমিত শাহকে আক্রমণ করে সেটা তারা আড়াল করতে চাইছে। এমনকী, কংগ্রেসী জমানায় বাবাসাহেবকে লাগাতার অপমান করা হয়ে বলেও অভিযোগ করেছেন মোদী।
সরব মমতা বন্দ্যোপাধ্যায়:
এদিকে, আবার এই ইস্যুতে সুর সপ্তমে তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। অমিত শাহে মন্তব্যের প্রতিবাদে সোশাল মিডিয়ায় লম্বা পোস্ট করেছেন তিনি। বিজেপিকে আরও একবার ধর্মান্ধ এবং দলিতবিরোধী দল বলে তোপ দেগেছে।
মমতার সরাসরি অভিযোগ, অমিত শাহের মন্তব্যে আদতে বিজেপির (দলিত দরদী) মুখোশ খুলে গিয়েছে!