সংসদ ভবনে জঙ্গি হামলার বর্ষপূর্তি নিরাপত্তার প্রশ্নে সরকারের আরও সতর্ক হওয়া উচিত ছিল। লোকসভার অধিবেশন চলাকালীন অধিবেশন কক্ষে দুই ব্যক্তির অনুপ্রবেশের প্রতিক্রিয়ায় এমনটাই জানালেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার।
ঘটনার পর ফোনে তিনি বলেন, 'পার্লামেন্টে প্রশ্নোত্তর পর্ব শেষে জিরো আওয়ার চলছিল সেই সময় ভিজিটার্স গ্যালারি থেকে হঠাৎ একজন লাফিয়ে পড়ল। সে বেঞ্চের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে স্পিকারের দিকে যাচ্ছিল। কিছু বুঝে ওঠার আগে আগেই আরও একজন লাফিয়ে নামে। সাংসদরা গিয়ে তাদের ধরে। কোনও নিরাপত্তা রক্ষী এগিয়ে আসেনি।'
তিনি সংসদের নিরাপত্তা নিয়ে কেন্দ্রকে নিশানা করেন। তৃণমূল সাংসদ বলেন, 'সংসদের জঙ্গি হামালর বর্ষপূর্তির দিন ছিল আজ। তাছাড়া এমনিতে কয়েকদিন আগে সংসদে হামলার হুমকি দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সংসদে আরও কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকার প্রয়োজন ছিল। যে ভাবে লোকসভা ভিজিটার্স গ্যালারি থেকে ঝাঁপিয়ে পড়ল তাতে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নিরাপত্তায় কত মারাত্মক খামতি ছিল।'
(পড়ুন। সংসদে ভবনে আতঙ্ক ছড়ালেন যারা তাদের পরিচয়টা কী? কোথা থেকে এসেছিলেন তারা?)
যারা অধিবেশন কক্ষে অনুপ্রবেশ করেছিল, তারা মাইসোরের বিজেপি সাংসদ প্রতাপ সিনহার 'অতিথি' হিসেবে পাস পেয়েছিল সংসদে ঢোকার। দর্শকাসন থেকে লাফিয়ে পড়েন তারা। তাদের হাতে ছিল স্মোক ক্যানিস্টার। সেখান থেকে হলুদ ধোঁয়া বের হচ্ছিল। জুতোর মধ্য়ে ওই স্মোক ক্য়ানিস্টার ছিল বলে অভিযোগ।