বস্তারের কাঙ্কের জেলায় নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম হল এক মহিলা-সহ তিন সম্দেহজনক মাওবাদী জঙ্গি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি অটোমেটিক রাইফেল-সহ তিনটি আগ্নেয়াস্ত্র। নিহত জঙ্গিদের দেহগুলি শনাক্ত করা যায়নি। বস্তার রেঞ্জ পুলিশের আইজি পি সুন্দররাজ হিন্দুস্তান টাইমস-কে জানিয়েছেন, এ দিন সকালে রাওঘাট থানার অধীনে তাড়োকি জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে তিন জঙ্গির সংঘর্ষ হয়। তিনি জানিয়েছেন, ‘মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ বাধে সশস্ত্র সীমা বল বাহিনীর একটি দলের। গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় মাওবাদীরা আত্মগোপন করে আছে জেনে সকালে জঙ্গল ঘিরে ফেলেন বাহিনীর সদস্যরা। এর পরেই নিরাপত্তাবাহিনীকে নিশানা করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। সংঘর্ষে নিরাপত্তাবাহিনীর ক জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল।’আইজি জানিয়েছেন, ‘নিহত মাওবাদীদের এখনও পর্যন্ত শনাক্ত করা যায়নি। অন্তঃগড়ের হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়েছে আহত জওয়ানকে।’ছত্তিশগড় পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, এ দিন পর্যন্ত চলতি বছরে বস্তার রেঞ্জের সাতটি জেলায় মোট ৩০ জন মাওবাদী জঙ্গিকে খতম করা হয়েছে।