বাংলা নিউজ > ঘরে বাইরে > Nirmala Sitharaman: আজ তাঁর দিকে তাকিয়ে দেশ, জেনে নিন অর্থমন্ত্রীর নামের পাশে কী কী ডিগ্রি রয়েছে
পরবর্তী খবর
Nirmala Sitharaman: আজ তাঁর দিকে তাকিয়ে দেশ, জেনে নিন অর্থমন্ত্রীর নামের পাশে কী কী ডিগ্রি রয়েছে
1 মিনিটে পড়ুন Updated: 01 Feb 2023, 09:35 AM ISTSuman Roy
Educational Qualification of Nirmala Sitharaman: আজ দেশ তাকিয়ে রয়েছে তাঁর দিকে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কী নিয়ে পড়াশোনা করেছেন, তাঁর শিক্ষাগত যোগ্যতা জেনে নিন এখান থেকে।
ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পড়াশোনা কী নিয়ে?
সারা দেশ আজ তাকিয়ে আছে তাঁর দিকে। কারণ আজ সাধারণ বাজেট। আজকের দিনটিতে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিক এক হিসাবে তিনিই। তিনি নির্মলা সীতারামন।
একদিকে দেশের অর্থনীতি যখন এগিয়ে চলেছে, অন্য দিকে তখনই নানা ধরনের প্রতিকূলতার সঙ্গেও লড়াই করতে হচ্ছে। এহেন পরিস্থিতিতে দেশের মানুষের ভবিষ্যৎ এবং বিশ্বের অর্থনৈতিক কাঠামোয় ভারতের পায়ের তলার জমি শক্ত করার অনেকখানি দায়ভার তাঁর হাতে। এহেন অর্থমন্ত্রীর পড়াশোনা কী নিয়ে? এক নজরে দেখে নেওয়া যাক।
জন্ম: তামিল আয়েঙ্গার পরিবারে জন্ম নির্মলা সীতারামনের। ১৯৫৯ সালের ১৮ অগস্ট মাদুরাই শহরে জন্ম তাঁর।
প্রাথমিক পড়াশোনা: মাদ্রাজ এবং তিরুচিরাপল্লীতে প্রাথমিক পড়াশোনা তাঁর। এখানেই নেন স্কুলের পাঠ।
ব্যাচেলর ইন আর্টস: তিরুচিরাপল্লীতে কলেজ পাশ করেন তিনি। অর্থনীতি নিয়ে বিএ ডিগ্রি পান এই শহরের সীতালক্ষ্মী রামস্বামী কলেজ থেকে।
মাস্টার অব আর্টস: পরবর্তী ধাপে শেষ করেন মাস্টার অব আর্টস ডিগ্রি। বিষয় অর্থনীতি। এবার পড়াশোনা করেন দেশের অন্যতম নামজাদা বিশ্ববিদ্যালয়ে। দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে।
পরবর্তী শিক্ষা: এর পরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকেই তিনি এমফিল এবং গবেষণার কাজ করেন।
গবেষণার বিষয়: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে তিনি ইন্দো-ইউরোপীয় বাণিজ্য নিয়ে গবেষণার কাজ শুরু করেন। যদিও এই কাজ অসম্পূর্ণ রেখে তিনি লন্ডনে চলে যান। এই সময়ে তাঁর স্বামী লন্ডন স্কুল অব ইকোনমিক্সে গবেষণার সুযোগ পান। তাঁর সঙ্গেই বিদেশ যাত্রা করেন নির্মলা সীতারমন।