ধসের জেরে হিমাচল প্রদেশের শিমলায় ভেঙে পড়ল একটি শিবমন্দির। ঘটনায় কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নীচে কমপক্ষে ২০ জন আটকে আছেন। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, শিমলা শহরের সামার হিল এলাকায় ধস নেমে সেই ঘটনা ঘটেছে। ধ্বংসস্তূপের তলায় অনেকে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শিমলার ডেপুটি কমিশনার আদিত্য নেগি জানিয়েছেন, ধসের ঘটনায় ১৫ থেকে ২০ জন ধ্বংসস্তূপের তলায় আটকে আছেন বলে মনে করছেন উদ্ধারকারীরা। তাঁদের উদ্ধার করতে জোরকদমে কাজ চলছে বলে জানিয়েছেন শিমলার ডেপুটি কমিশনার। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এবং বিক্রমাদিত্য সিং।
শিমলার শিবমন্দির ভেঙে পড়ার আপডেট
— স্থানীয় কাউন্সিলর বীরেন্দর ঠাকুর জানিয়েছেন, সকাল ৭ টা ৩০ মিনিট নাগাদ সেই ঘটনা ঘটেছে।
— ঘটনাস্থলে গিয়ে হিমাচলের মুখ্যমন্ত্রী বলেছেন, '(শিমলার সামার হিলে) ধ্বংসস্তূপের নীচে ২০-২৫ জন আটকে আছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২১ জনের মৃত্যু হয়েছে। মানুষকে বাড়িতেই থাকার আর্জি জানাচ্ছি। নদী বা ধসপ্রবণ এলাকার কাছে মানুষকে না যাওয়ার আর্জি জানাচ্ছি।'
— বিক্রমাদিত্য সিং: এখানে এখনও জেসিবি মেশিন পৌঁছাতে পারছে না। এখনও ধ্বংসস্তূপের নীচে অনেকে আটকে আছেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকজনের দেহ উদ্ধার করা হয়েছে। বাকিদেরও দ্রুত উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
— শিমলায় সামার হিলের যেখানে ধস নেমেছে, সেখানে এসে গিয়েছেন হিমাচলের মুখ্যমন্ত্রী। তিনি এলাকা পরিদর্শন করে দেখছেন।
— ‘হিন্দুস্তান টাইমস’-র প্রতিবেদন অনুযায়ী, ওই ঘটনায় ইতিমধ্যে ন'জনের মৃত্যু হয়েছে।
সোলানে মেষভাঙা বৃষ্টি
এমনিতে প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হিমাচল প্রদেশের একাংশ। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, এক পুলিশ আধিকারিক জানিয়েছেন যে রবিবার রাতে সোলান জেলার কান্দাঘাট মহকুমার জাদোন গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে একই পরিবারের সাতজনের মৃত্যু হয়েছে। সোলানের পুলিশ সুপার গৌরব সিং জানিয়েছেন, মৃতদের নাম হল - হরমন (৩৮), কমল কিশোর (৩৫), হেমলতা (৩৪), রাহুল (১৪), নেহা (১২), গোলু (আট) এবং রক্ষা (১২)। ছয়জনকে উদ্ধার করা গিয়েছে।