নয়া দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে শেষ হল NDAর শরিক দলগুলির বৈঠক। বৈঠকে হাজির ছিলেন তেলুগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নায়েডু, জনতা দল ইউনাইটেড নেতা নীতীশকুমার সহ অন্যান্য শরিক গুলির নেতা। বৈঠকে চন্দ্রবাবু ও নীতীশ তাদের সমর্থনপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। সূত্রের খবর, আজ সন্ধ্যায় INDIA জোটের বৈঠক শেষ হওয়ার আগেই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানাতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুন - মুসলিমরা চাকরি, পরিশ্রুত পানীয় জল, হাসপাতাল চান না, তারা চান শুধু তোষণ: শুভেন্দু
পড়তে থাকুন - কেউ যদি মনে করে থাকেন এই ফলে দুর্নীতি করার লাইসেন্স পেয়ে গেলেন, ভুল করছেন: শমীক
বুধবার বিকেল ৪টে থেকে প্রধানমন্ত্রীর বাসভবনে শুরু হয় NDAর দলগুলির বৈঠক। প্রায় ১ ঘণ্টা চলে আলোচনা। এর পর একে একে বেরিয়ে আসেন শরিক দলের নেতারা। বৈঠকে কী আলোচনা হয়েছে তা নিয়ে এখনও কেউ মুখ খোলেননি। তবে প্রধানমন্ত্রীকে চন্দ্রবাবু নায়েডু ও নীতীশ কুমার তাদের সমর্থনপত্র দিয়ে দিয়েছেন বলে জানা যাচ্ছে। বৈঠকে নীতীশ কুমার বলেন যত দ্রুত সম্ভব নতুন সরকার গঠন হওয়া উচিত।
সূত্রের খবর, বুধবার সন্ধ্যা ৭.৪৫ মিনিটে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নতুন সরকার গঠনের দাবি জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলে রাখি, এদিন সন্ধ্যা ৭টায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বসবে INDIA জোটের বৈঠক। সেখানে অংশগ্রহণ করবে ২৭টি দল। অর্থাৎ বিরোধী জোটের বৈঠক শেষ হওয়ার আগেই সম্ভবত রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি পেশ করতে চলেছেন মোদী।
আরও পড়ুন - লোকসভা ভোটের ফল প্রকাশ হতেই সন্দেশখালি নিয়ে মুখ খুললেন মমতা, বললেন…
বুধবার বিকেলে ১৭তম লোকসভা ভঙ্গ করার ঘোষণা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মন্ত্রিসভার সুপারিশের ভিত্তিতে লোকসভা ভঙ্গ করেন তিনি। শনিবার ফের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।