টাটা স্টিলের কোক প্ল্যান্টের এই চিমনিটির বয়স হয়েছিল ২৭ বছর। উচ্চতায় প্রায় ১১০ মিটার। অর্থাত্, প্রায় ৩০ তলা অট্টালিকার সমান উচ্চতা। সেটিকেই মাত্র ১১ সেকেন্ডে নিখুঁতভাবে মাটিতে মিশিয়ে দিলেন ইঞ্জিনিয়াররা। ভারত তথা বিশ্বের কাছে এটি নজির বলা যেতে পারে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
ফাইল ছবি: টাটা স্টিল
টাটা স্টিলের জামশেদপুর প্ল্যান্টের একটি পুরনো চিমনি ভাঙা হয়েছে। আর তার ভিডিয়ো নজর কেড়েছে সকলের। আসলে স্থাপত্যের সৃষ্টিও যতটা কঠিন, পরিকল্পিত ধ্বংসও ঠিক ততটাই চ্যালেঞ্জিং। ১১০ মিটার উঁচু এই চিমনি পরিকল্পনামাফিক ধ্বংসের মাধ্যমে তারই প্রমাণ দিলেন ইঞ্জিনিয়ার-প্রযুক্তিবিদরা।
'জামশেদপুর প্ল্যান্টের ৫ নম্বর ব্যাটারির ২৭ বছর বয়সী ১১০ মিটার উঁচু চিমনিটি ইমপ্লোশন পদ্ধতি ব্যবহার করে ভেঙে ফেলা হয়েছে। এর ফলে শ্রমিকদের জন্য ধ্বংস করার প্রক্রিয়াটিকে নিরাপদ হয়ে গিয়েছে। এতে সময়ও বেঁচেছে এবং এটি পরিবেশ বান্ধবও বটে। চিমনিটি ১১ সেকেন্ডের মধ্যে ভেঙে ফেলা হয়েছে,' জানালেন টাটা স্টিল প্ল্যান্টের ভাইস প্রেসিডেন্ট অবনীশ গুপ্ত।