মোদী পদবী নিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে মানহানি মামলায় গুজরাট হাইকোর্ট সদ্য রাহুলের দোষী সাব্যস্ত হওয়ার উপর স্থগিতাদেশের আর্জি খারিজ করেছে। গুজরাট হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রাহুল গান্ধী। এই মামলায় রাহুলের আবেদনের সাপেক্ষে সুপ্রিম কোর্টে শুনানি ২১ জুলাই।
এর আগে, মোদী পদবী ঘিরে মন্তব্যের জেরে মানহানি মামলায় সুরাট ম্যাজিস্ট্রেট কোর্টে দোষী সাব্যস্ত হয়েছিলেন রাহুল গান্ধী। এরপর তিনি সেই কোর্টের নির্দেশে ২ বছর কারাবাসের সাজা পান। এর জেরে সাংসদ পদ খোয়াতে হয়েছে রাহুল গান্ধীকে। এরপর এই দোষী সাব্যস্ত হওয়ার উপর স্থগিতাদেশ জারি করার আর্জি নিয়ে রাহুল গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হন। তখনই গুজরাট হাইকোর্ট সেই আর্জি খারিজ করে দেয়। এরপর রাহুল গুজরাট হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে দ্বারস্থ হন সুপ্রিম কোর্টে। সেই মামলায় শুনানি ২১ জুলাই ধার্য করা হয়েছে। উল্লেখ্য, এই মামলায় সুপ্রিম কোর্ট কোন রায় দেয়, তার উপর নির্ভর করছে রাহুলের রাজনৈতিক ভবিষ্যতের বহু দিক। তাঁর সাংসদপদ ফের ফিরে আসবে কি না, সেই দিকটিও রয়েছে চর্চায়। সব মিলিয়ে এই হাইপ্রোফাইল কেস ঘিরে সকলের নজর ২১ জুলাই সুপ্রিম কোর্টের দিকে।
( Viral Brain Teaser: পিকাচুদের ভিড়ে কলা খুঁজে বের করতে পারবেন? ভাইরাল ব্রেন টিজারের উত্তর জেনে নিন)