Loading...
বাংলা নিউজ > ঘরে বাইরে > Justice Gangopadhyay vs Justice Sen: এখন কোনও শুনানি নয় বিচারপতি গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সেনের বেঞ্চে, বলল SC
পরবর্তী খবর

Justice Gangopadhyay vs Justice Sen: এখন কোনও শুনানি নয় বিচারপতি গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সেনের বেঞ্চে, বলল SC

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বনাম বিচারপতি সৌমেন সেন - কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির নজিরবিহীন সংঘাত নিয়ে শুনানি হল সুপ্রিম কোর্টে। রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলিতে ভরতির ক্ষেত্রে অনিয়মের মামলা নিয়ে সেই সংঘাত শুরু হয়েছে।

বিচারপতি সেন এবং বিচারপতি গঙ্গোপাধ্যায়।

কলকাতা হাইকোর্টের দুই বেঞ্চের সংঘাত নিয়ে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নিতে চাইল না সুপ্রিম কোর্ট। ছুটির দিনে সংক্ষিপ্ত শুনানিতে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ জানিয়েছে যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের বিচারপ্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করা হচ্ছে। সেইসঙ্গে পশ্চিমবঙ্গের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতির ক্ষেত্রে ভুয়ো জাতিগত শংসাপত্র মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় যে সিবিআই তদন্তের নির্দেশ দেন, তাতেও স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। আগামী সোমবার ফের সংঘাতের মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে।

শনিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, তড়িঘড়ি করে কোনও পদক্ষেপ করা হচ্ছে না। পশ্চিমবঙ্গ সরকার এবং মূল মামলকারীকে নোটিশ জারি করছে সুপ্রিম কোর্ট। সোমবার ফের মামলার শুনানি হবে। যতদিন না পরবর্তী নির্দেশ দেওয়া হচ্ছে, ততদিন পশ্চিমবঙ্গের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতির ক্ষেত্রে ভুয়ো জাতিগত শংসাপত্র মামলার কোনও শুনানি হবে না বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চে। তিনি বলেন, ‘আমরা প্রাথমিকভাবে কোনও সিদ্ধান্ত নিতে চাই না। কখনও কখনও অভাবনীয় পরিস্থিতি তৈরি হয়। তবে সোমবার পর্যন্ত অপেক্ষা করা যাক।’

আর প্রধান বিচারপতির সেই মন্তব্যের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের আইনজীবী তথা সলিসিটির জেনারেল তুষার মেহতা বলেন, ‘হ্যাঁ, এটা ফাঁসি বা বাড়ি ভেঙে দেওয়ার মতো বিষয় নয়।’ সেইসঙ্গে তিনি দাবি করেন, কোনওরকম আবেদনের কপি বা নির্দেশের কপি ছাড়াই ডিভিশন বেঞ্চ যেভাবে নির্দেশ জারি করেছে, তাতে তিনি উদ্বিগ্ন। তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায় বা বিচারপতি সেনের মধ্যে কোনও একজনের পক্ষ নিচ্ছেন না। কারও হয়ে বলছেন না। কিন্তু যেভাবে বিচারপতি সেনের বেঞ্চ নির্দেশ দিয়েছে, তা ১৪১ ধারার আওতায় নিষিদ্ধ করেছে সুপ্রিম কোর্ট।

যদিও সেই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি সুপ্রিম কোর্ট। যা হওয়ার সোমবার হবে বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। তারইমধ্যে গত বুধবার (২৪ জানুয়ারি) পশ্চিমবঙ্গের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতির ক্ষেত্রে ভুয়ো জাতিগত শংসাপত্র মামলায় যে রায় দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, তার বিরুদ্ধে রাজ্য সরকার 'স্পেশাল লিভ পিটিশন' (এসএলপি) দাখিল করছে বলে জানিয়েছেন কপিল সিব্বল। সেই প্রেক্ষিতে সলিসিটর জেনারেল জানিয়েছেন যে কেন্দ্রীয় সরকারও এসএলপি দাখিল করবে। সেটা রায়ের উপর নয়, বরং যেভাবে রায় (ডিভিশন বেঞ্চের রায়) দেওয়া হয়েছে, সেটার উপর।

কী নিয়ে কলকাতা হাইকোর্টে সংঘাত শুরু হয়েছে? 

পশ্চিমবঙ্গের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতির ক্ষেত্রে ভুয়ো জাতিগত শংসাপত্র মামলার রেশ ধরে সেই সংঘাত শুরু হয়েছে। কেন সেই সংঘাত শুরু হয়েছে, কবে থেকে সেই বিষয়টির সূত্রপাত হয়েছে, তা দেখে নিন।

১) বুধবার (২৪ জানুয়ারি) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেদিনই মৌখিকভাবে হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে সওয়াল করে রাজ্য। সেই মৌখিক আবেদনের প্রেক্ষিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। যখন ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দেয়, তখনও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দেওয়া নির্দেশের কপি আপলোড করা হয়নি।

আরও পড়ুন: Abhijit Ganguly: আদালতে সওয়াল হোক বাংলায়, সোচ্চার হলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

২) কিন্তু ডিভিশন বেঞ্চ যে তাঁর নির্দেশ স্থগিতাদেশ দিয়েছে, সেটা সেদিন আর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজিরা দিয়ে জানাননি রাজ্যের কোনও প্রতিনিধি। সেই পরিস্থিতিতে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অবিলম্বে সিবিআইকে এফআইআর দায়েরের নির্দেশ দেন।

৩) বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মতো এফআইআর দায়ের করে সিবিআই। সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়। তারইমধ্যে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দায়ের করা এফআইআরে স্থগিতাদেশ দেয় বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ। 

৪) আর তারপরই বিচারপতি সেনের বিরুদ্ধে বিষোদগার করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেদিন দুপুরেই তিনি প্রশ্ন তোলেন যে রায়ের কপি এবং আবেদনের কপি না দেখেই তাঁর নির্দেশে স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ? সেইসঙ্গে ডিভিশন বেঞ্চের নির্দেশ 'অবৈধ' বলে দাবি করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেইসঙ্গে নিজের নির্দেশনামায় বিচারপতি সেনের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। যা বেনজির বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন: Kunal attacks Justice Abhijit Ganguly: 'বিচারপতি গঙ্গোপাধ্যায় চক্ষুলজ্জাহীন, হয়েছেন জাস্টিস সিনহার উকিল', তোপ কুণালের

৫) সেই সংঘাতের পরিস্থিতিতে শুক্রবার স্বতঃপ্রণোদিতভাবে সেই বিষয়টি গ্রহণ করে সুপ্রিম কোর্ট। ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ গঠন করা হয়। বুধবার এবং বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায় ও বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ যা যা নির্দেশ দিয়েছে, সেগুলি খতিয়ে দেখা হবে বলে জানায় শীর্ষ আদালত। ছুটির দিন হওয়া সত্ত্বেও শনিবার বিশেষ শুনানির দিন ধার্য করা হয়।

Latest News

হাইভোল্টেজ বৈঠকে পুলিশের তাবড় কর্তাদের সামনে কী নিয়ে ক্ষোভ প্রকাশ দিদির? ‘চিনচিনে ব্যথা হয় না…', নাম না করেই রাজের প্রাক্তন শতাব্দীকে খোঁচা দেবশ্রীর! ক্যামেরা দেখেই ছুট একরত্তির, ‘ইয়ালিনি যথার্থই তারকাসন্তান…’, বললেন নেটিজেনরা অর্ধকেন্দ্র যোগে ১৪ অগস্ট থেকে ঘুরবে খেলা! লাকিদের কপালে কী কী আসছে? 'আধার নাগরিকত্বের বৈধ প্রমাণ নয়!' নির্বাচন কমিশনকে মান্যতা সুপ্রিম কোর্টের ঝেঁপে বর্ষণের পূর্বাভাস বহু জেলায়! বাংলার কোথায় কেমন বৃষ্টি? রইল পূর্বাভাস আইপিএলের ধারা বজায় লেজেন্ডস লিগেও, মুম্বইয়ের কাছে হেরে শুরু বেঙ্গল টাইগার্সের ‘অভিনেতাদের মধ্যে রাজনীতির রং আসা উচিত নয়…’, শতাব্দী রায় হঠাৎ কেন এমন বললেন? পাকিস্তান ফের খোরাক! পরমাণু হুমকির মধ্যেই এল সিন্ধুর জলের আবদার গভীর রাতে মুর্শিদাবাদে গঙ্গায় ভয়াবহ ভাঙন, ঘুমের মধ্যেই তলিয়ে গেল বাড়িঘর

Latest nation and world News in Bangla

'আধার নাগরিকত্বের বৈধ প্রমাণ নয়!' নির্বাচন কমিশনকে মান্যতা সুপ্রিম কোর্টের পাকিস্তান ফের খোরাক! পরমাণু হুমকির মধ্যেই এল সিন্ধুর জলের আবদার 'আধার-প্যান, ভোটার আইডি থাকলেই ভারতীয় নয়!' বিশেষ পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের জাতীয় পশু গরু! সংসদে 'রাষ্ট্রীয় গোকুল মিশন' নিয়ে কী প্রতিক্রিয়া মন্ত্রীর? 'লজ্জাজনক!' কেন্দ্রের পাশে দাঁড়িয়ে প্রিয়াঙ্কার তীব্র সমালোচনা ইজরায়েলের ‘বড় ষড়যন্ত্র!’ ভুল বোঝাবুঝি মেটাতে রাহুলের দ্বারে কর্ণাটকের বহিষ্কৃত মন্ত্রী মার্কিন শুল্ক যুদ্ধের মাঝেই এবার বাংলাদেশি পণ্যের ওপর বাণিজ্য বিধি-নিষেধ ভারতের বিধ্বংসী আগুন, ধোঁয়ায় ঢাকলো চারিদিক! US বিমানবন্দরে ভয়াবহ বিমান দুর্ঘটনা 'যুদ্ধ এবার…', নয়া দাবি পাক মন্ত্রী খাজার, ভারতের বিরোধীদের কাজে পেয়েছেন 'মজা' মুনিরকে 'স্যুট পরা লাদেন' বলে আক্রমণ প্রাক্তন পেন্টাগন আধিকারিকের

IPL 2025 News in Bangla

বিতর্কে কোহলির ভিডিয়ো! IPL 2025 জয়ের পরে RCB শোভাযাত্রার দুর্ঘটনায় নতুন মোড় গোপন থাকল না রিপোর্ট, বেঙ্গালুরুতে পদপিষ্ট কাণ্ডে RCB-র ঘাড়েই দোষ চাপাল সরকার টাকা ধার নিয়ে ফেরত দেয়নি… যৌন শোষণের অভিযোগের বিরুদ্ধে মুখ খুললেন RCB-র তারকা আইপিএল-এর মূল্যায়ন ১৫৮,০০০ কোটি ছাড়াল! সবচেয়ে দামি ফ্র্যাঞ্চাইজি হল… রাজ কুন্দ্রা ব্ল্যাকমেল করছে! আদালতে দাবি রাজস্থান রয়্যালস কর্ণধার গোষ্ঠীর! সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়! বিক্রি হতে পারে আইপিএল ২০২৫ চ্যাম্পিয়ন RCB-র ফ্র্যাঞ্চাইজি: রিপোর্ট

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ