ধর্মঘটে থাকা আইনজীবীদের নিয়ে কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। কড়া ভাষায় এই সুপ্রিম কোর্ট জানায়, 'যে আইনজীবীরা ধর্মঘট করছেন এবং মামলার শুনানি থেকে আদালতকে বাধা দিচ্ছেন তাঁদের পেশার সুরক্ষা প্রাপ্য নয় এবং অপকর্মের জন্য তাদের গ্রেফতার করা উচিত।' এই পর্যবেক্ষণ এক মামলা ঘিরে উঠে এসেছে সুপ্রিম কোর্টের তরফে।
ওড়িশা সরকারের এক মামলার সেপেক্ষে সুপ্রিম কোর্ট একটি বার্তা দেয়। সেখানে বলা হয়েছে, রাজ্যের বিচারব্যবস্থা যাতে বিঘ্ন ছাড়া চলে, তার জন্য রাজ্য সরকার প্রতিরোধমূলক গ্রেফতারি সমেত একাধিক পদক্ষেপ করতে পারে আইনজীবীদের ধর্মঘটকে কেন্দ্র করে। সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে, 'যখন আপনি (আইনজীবী) বিচারের পথে বাধা দেন, তখন আপনি বারের সদস্য হওয়ার সম্মান এবং বিশেষাধিকার হারাবেন... আপনি যদি কাজ করতে না চান তবে পেশা ছেড়ে দিন। আদালতের কাজ থেমে থাকবে না।' সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সঞ্জয় কিষণ কৌল ও এসকে ওকার বেঞ্চ মঙ্গলবার এই পর্যবেক্ষণ পেশ করে। উল্লেখ্য, আইনজীবীদের ধর্মঘটের জেরে ওড়িশার বিভিন্ন জেলায় কোর্ট কর্মী, জুডিশিয়াল অফিসার সমেত অনেককেই সেই ধর্মঘটে শামিল করা হচ্ছে, ফলে জেলাগুলিতে বিচারব্যবস্থার কাজ স্তব্ধ রয়েছে।
সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণ পেশকালে জানিয়েছে, 'আমরা আশা করব জজদের, কোর্টের কর্মীদের, যাঁরা কাজে যোগ দিতে চান এমন আইনজীবীদের পুলিশ নিরাপত্তা দেবে।' এজন্য প্রয়োজনীয় সমস্ত রকমের পদক্ষেপ গ্রহণ প্রয়োজন বলেও জানিয়েছে আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, 'প্রশাসনের দায়িত্ব হল আদালতগুলিকে সচল রাখা এবং কোনও প্রবেশ বা প্রস্থানে যেত না প্রভাবিত না হয়, তা নিশ্চিত করা।' ওড়িশায় আইনজীবীদের ধর্মঘটের জন্য পরিস্থিতি ক্রমেই বিপন্নতার দিকে যেতে থাকছে। ঘটনাকে 'অসহ্য ও অগ্রহণযোগ্য' পরিস্থিতি বলেও ব্যাখ্যা করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ধর্মঘটে থাকা আইনজীবীদের বলছে,'আপনারা ধর্মঘটের রাস্তায় যেতে পারেন না, যদি আপনাদের মূল নির্ভরতা এই পেশা হয়।'