Sony-Zee Merger Latest Update: হাত মেলাচ্ছে না সোনি এবং জি, চুক্তি বাতিলের চিঠি পাঠাল জাপানের সংস্থা
1 মিনিটে পড়ুন Updated: 22 Jan 2024, 09:41 AM ISTএর আগে দুই মিডিয়া সংস্থার সংযুক্তিকরণের জন্য শেয়ারহোল্ডারদের সবুজ সংকেত মিলেছিল ২০২২ সালের অক্টোবর মাসে। এই আবহে গত ২০২৩ সালের অগস্ট মাসে জাতীয় কোম্পানি আইন ট্রাইব্যুনাল বা এনসিএলটি অনুমোদন দিয়েছিল জি এবং সোনির সংযুক্তিকরণে।
সোনি এবং জি-এর মার্জার বাতিল করার জন্য চিঠি দিয়েছে জাপানের সংস্থা