পহেলগাঁওয়ের ঘটনার পর ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে কিছু দিন আগেই 'ফতেহ' মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করে পরিস্থিতির পারদ চড়িয়েছিল পাকিস্তান। এবার রিপোর্ট দাবি করছে, ভারতকে তাক করে পাকিস্তান শনিবার ভোরে তাদের ফতেহ ২ মিসাইল চার্জ করেছে। সেই মিসাইল ভারত গুঁড়িয়ে দিয়েছে বলে খবর।
শনিবার রাত ২ টোর পর থেকে পাকিস্তানের পর পর শহরে ভারতে জবাবি প্রত্যাঘাত আগেই হয়েছিল। শুক্রবার রাতে পাকিস্তানের তরফে ভারতের সীমান্ত ঘেঁষে ড্রোন হামলার জবাবে শনিবার গভীর রাতে পাকিস্তানের রাওয়ালপিন্ডি সহ একাধিক জায়গায় পাক এয়ারবেস গুঁড়িয়ে দিয়েছে ভারত। তারপরই শনিবার ভোরবেলায় পাকিস্তানের তরফে ধেয়ে আসে ফেতহ ২ মিসাইল। রিপোর্ট দাবি করছে তা গুঁড়িয়ে দিয়েছে ভারত। তবে ভারতের কোন দিকে এই মিসাইল ধেয়ে আসে তা নিরাপত্তার কারণে প্রাথমিকভাবে প্রকাশ করা হচ্ছে না। এদিকে, শনিবার ভোরেও নৌসেরা সেক্টর বরাবর ব্যাপক শেলিং হয়েছে বলে খবর।
জানা যাচ্ছে, এই ফেতহ ২ মিসাইল সার্ফেস টু সার্ফেস মিসাইল। এর আগে, শনিবার রাতে, ভারত, রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি, পাঞ্জাবের শোরকোটের রফিকি বিমান ঘাঁটি এবং পাঞ্জাবের চাকওয়ালের মুরিদ বিমান ঘাঁটিতে পাকিস্তানের বিমান বাহিনী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।
( ভারতের জবাবি হানায় কুঁকড়ে গেল পাকিস্তান! সাময়িক বন্ধ পাক আকাশপথ, দিল্লি এয়ারপোর্ট স্বাভাবিক ছন্দে)
( পর পর পাক ড্রোন, এফ ১৬ গুঁড়িয়ে দিল সেনা! ফাইটার জেট নিয়ে নামল ভারত, এস-৪০০ 'সুদর্শন চক্র' সক্রিয়)
( বাবা ভাঙ্গার যুদ্ধ নিয়ে ভবিষ্যদ্বাণী ফের চর্চায় ভারত-পাক উত্তেজনার মাঝে! কী বলেছিলেন?)
( এক কাশ্মীরি পণ্ডিত, দুই মহিলা সেনা অফিসার… অপারেশন সিঁদুরের PC দিল ইঙ্গিতবহ বার্তা?)
প্রসঙ্গত, শনিবার রাতেই পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান এয়ারবেস গুঁড়িয়ে দিয়েছে ভারত, বলে খবর। উল্লেখ্য, পাকিস্তানের এই রাওয়ালপিন্ডি হল পাকিস্তানের সেনার সদর দফতর। যেখানে স্বয়ং পাক সেনাপ্রধান আসিম মুনিরের মূল অফিস। সেই রাওয়ালপিন্ডির বায়ু ঘাঁটিতে হামলা হয়েছে বলে খবর। বেশ কিছু রিপোর্ট দাবি করছে, ‘বুরিয়ান উল মাসুস’ নামের এক অপারেশন ভারতের বিরুদ্ধে শুরু করেছে পাকিস্তান।
এদিকে, ভারতে শুক্রবার রাতে ২৬ টি জায়গায় পাকিস্তান হামলা করার চেষ্টা করে। তা মূলেই ব্যর্থ করে দিয়েছে পাকিস্তান। এর আগে, বৃহস্পতির রাত থেকে পাকিস্তান ড্রোন বর্ষণের পথে যায়। বৃহস্পতির রাতে পাকিস্তানে ড্রোন বর্ষণের জবাব সেই রাতেই ভারত দিয়েছে। এরপর শুক্রেও একইভাবে ভারত পাল্টা হামলা চালায়। যার জেরে পাকিস্তানের লাহোর, রাওয়ালপিন্ডির বেশ কিছু জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে খবর।