
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আলোচনায় চিনের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি শাংফু। রাজনাথ সিং জানিয়েছেন, ভারত ও চিনের মধ্যে সম্পর্কের বিষয়টি নির্ভর করছে সীমান্তের শান্তি ও স্থিতাবস্থা কতটা বজায় থাকে তার উপর।
এসসিও ডিফেন্সি মিনিস্টার্স মিটিংয়ের আগে নিউ দিল্লিতে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর মধ্যে মিটিং হয়। সেখানে চিন ও দিল্লির মধ্যে বেশ খোলা মনেই আলোচনা হয়েছে বলে খবর। ভারত ও চিন সীমান্তের উন্নয়ন সংক্রান্ত ব্যাপারে এই আলোচনা হয়েছে বলে খবর। সূত্রের খবর, ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছে।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, দ্বিপাক্ষিক চুক্তি ও দায়বদ্ধতার মাধ্যমে প্রকৃত নিয়ন্ত্রণরেখার যাবতীয় ইস্যুকে মেটানো প্রয়োজন। যে চুক্তি বর্তমানে রয়েছে তা ভঙ্গ করার মাধ্যমে গোটা দ্বিপাক্ষিক সম্পর্কে ভাঙন ধরে।
সূ্ত্রের খবর, তিনি পূর্ব লাদাখের ইস্যুটিও তুলেছিলেন আলোচনায়।
এদিকে ভারত ও চিনের পিপলস লিবারেশন আর্মির মধ্যে ১৮তম সামরিক পর্যায়ে আলোচনা হয়েছিল। তারপরেই দুদেশের মধ্যে প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ে মিটিং। সেখানে স্বাভাবিকভাবে প্রকৃত নিয়ন্ত্রণরেখার প্রসঙ্গ ওঠে।
এদিকে ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পরে এই প্রথম চিনের কোনও প্রতিরক্ষামন্ত্রী ভারতে এলেন। গালওয়ান সংঘর্ষে ২০জন ভারতীয় সেনার মৃত্যু হয়েছিল। সাত ঘণ্টা ধরে সেই লড়াই চলেছিল বলে খবর। এদিকে বেজিংয়ের তরফে সেই সময় দাবি করা হয়েছিল মাত্র চারজন চিনের সেনার মৃত্য়ু হয়েছে। তবে বাস্তবে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছে ভারতের যতজন সেনা প্রাণ হারিয়েছিলেন সেদিন তার প্রায় দ্বিগুণ চিনের সেনার মৃত্যু হয়েছিল। কিন্তু চিন গোটা বিষয়টি চেপে গিয়েছিল বলে দাবি করা হয়।
প্রায় তিন বছর ধরে সীমান্ত এলাকায় দুই দেশের মধ্যে সমস্য়াটা থেকেই গিয়েছে। ইতিমধ্যেই সীমান্তের বিভিন্ন এলাকা থেকে উভয় দেশই তাদের সেনা সরিয়ে নিয়েছে। তবুও লাদাখ সেক্টরে এখনও প্রায় ৬০,০০০ সেনা ও অত্যাধুনিক ব্যবস্থা মজুত করা রয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports