এর আগে আরজি করে চিকিৎসক খুনের ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন রাহুল গান্ধী। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পালটা তোপ দেগেছিলেন কংগ্রেসকে লক্ষ্য করে। এই আবহে রাহুলকে ফের আরজি কর নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকের প্রশ্ন এড়িয়ে যান। সেই ঘটনার ভিডিয়ো পোস্ট করে হাত শিবিরকে এবার তোপ দাগতে শুরু করেছে বিজেপি। উল্লেখ্য, এক যুবককে খুনের অভিযোগের প্রেক্ষিতে রায়বরেলি গিয়েছিলেন রাহুল গান্ধী। সেখানে এক সাংবাদিক তাঁকে আরজি কর নিয়ে প্রশ্ন করেন। কিন্তু সেই প্রশ্ন এড়িয়ে যান রাহুল। উলটে বলেন, রায়বরেলি থেকে নজর ঘোরানোর চেষ্টা করতেই নাকি তাঁকে এই প্রশ্ন করা হচ্ছে। (আরও পড়ুন: ফের রক্তে ভিজল তিলোত্তমার মাটি, সাতসকালে আনন্দপুরে উদ্ধার মহিলার ক্ষতবিক্ষত দেহ)
আরও পড়ুন: কবে জুড়বে এসপ্ল্যানেড ও শিয়ালদা মেট্রো? বড় আপডেট দিলেন KMRCL-এর নয়া এমডি
আরও পড়ুন: বাজারে আলুর জোগান ঘিরে আশঙ্কা, আচমকাই বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতার
রাহুল গান্ধীর এহেন ভিডিয়ো পোস্ট করে তোপ দেগেছেন বিজেপি নেতারা। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অমিল মালব্যরা রাহুলের এই ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ১৩ সেকেন্ডের সেই ভিডিয়ো পোস্ট করে অমিত মালব্য লেখেন, 'আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী ডাক্তারের নৃশংস ধর্ষণ ও হত্যাকে সারা দেশকে আলোড়িত করেছে। কিন্তু নির্লজ্জ রাহুল গান্ধী সেই ঘটনাকে একটি 'নজর ঘোরানোর চেষ্টা' বলে অভিহিত করেছেন। এমন একজন মেরুদণ্ডহীন প্রাণী ভারতের প্রধানমন্ত্রী হতে আগ্রহী। কখনই না।'