পিএম কেয়ার্স প্রকল্পের আওতাধীন ৪ হাজারের বেশি উপভোক্তাকে চিঠি লিখলেন খোদ প্রধানমন্ত্রী। উল্লেখ্য, কোভিডের জেরে দেশে যে সমস্ত সন্তানরা (নাবালক, শিশু) তাদের বাবা মাকে হারিয়েছে, তারা কেন্দ্রের পিএম কেয়ার্স প্রকল্পের আওতাধীন। আর সেই উপভোক্তাদের চিঠি লিখলেন খোদ প্রধানমন্ত্রী।
চিঠিতে মূলত প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভয়াল এই করোনার দাপটে যারা নিজের অভিভাবকদের হারিয়েছে, তাদের সকলের পাশে রয়েছে দেশ। যে শিশুরা বা নাবালকরা করোনার পর পর স্রোতে আচমকা অনাথ হয়ে পড়েছে, তাদের সাহায্যার্থেই এই পিএম কেয়ার্স প্রকল্প তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, পিএম কেয়ার্স প্রকল্পটি তৈরি হয়েছে দেশের এই শিশু বা নাবালকদের ভবিষ্যৎ সুন্দর করে গড়ে তোলার জন্য। আচমকা অভিভাবকহীনতায় যাতে এই শিশুরা বিপাকে না পড়ে যায়, তার জন্যই এই বিশেষ প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। নিজের চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, এই শিশুদের স্বপ্নে যাতে সফল হয়, তারা যেন স্বাধীনভাবে স্বপ্ন দেখতে পারে, তার জন্যই এই উদ্যোগ। গরমে চুলে অল্পেই পাকিয়ে যাচ্ছে জট, রয়েছে শুষ্কভাব! সমস্যা এড়াতে কিছু সহজ টিপস