
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সোমবার সোমবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ১৮তম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অসম এবং ভারতের উত্তর-পূর্ব অংশে পৌঁছে যেতে চলেছে এই ট্রেন। ভারতের এই অংশে এটিই প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটি অসমের গুয়াহাটি থেকে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি (NJP) পর্যন্ত চলবে। হাওড়া-এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস এবং হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের পরে, এটিই পশ্চিমবঙ্গের তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস হতে চলেছে। মঙ্গলবার বাদ দিয়ে, সপ্তাহে ছয় দিন করে এই ট্রেন চলাচল করবে। আরও পড়ুন: High Speed Vande Bharat Express: হাওড়া থেকে ২৪০ কিমি বেগে ছুটতে পারে বন্দে ভারত এক্সপ্রেস! মেগা পরিকল্পনা রেলের
গুয়াহাটি থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাবে এই ট্রেন। ৫ ঘন্টা ৩০ মিনিটেই এই রাস্তা কভার করবে ট্রেনটি। বর্তমানে দ্রুততম ট্রেনেও (ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস) এই একই রুট কভার করতে ৬ ঘন্টা ৩০ মিনিট সময় নেয়।
অত্যাধুনিক এই ট্রেনের কারণে এই অঞ্চলের মানুষ অনেক বেশি দ্রুত এবং আরামদায়কভাবে যাতায়াত করতে পারবেন। এর ফলে এই অঞ্চলের পর্যটনও উন্নত হবে। গুয়াহাটিকে নিউ জলপাইগুড়ির সঙ্গে সংযুক্ত করবে এই ট্রেন।
গুয়াহাটি থেকে বিকেল সাড়ে চারটেয় এই ট্রেন ছাড়বে। ৪০৯ কিলোমিটার দূরত্ব। রাত দশটায় ট্রেন NJP এসে ঢুকবে। মাঝে ট্রেন কামাখ্যা, নিউ বোঙ্গাইগাঁও, কোকরাঝাড়, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহারে থামবে। আরও পড়ুন: Vande Bharat: কোচবিহারে দাঁড়াবে বন্দে ভারত, কৃতিত্ব কার? দড়ি টানাটানিতে নেমে পড়ল TMC-BJP
এদিকে, NJP-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস (ট্রেন নং-22227) NJP থেকে সকাল ৬টা ১০-এ শুরু হবে। দুপুর ১১.৪০-এই গুয়াহাটিতে পৌঁছে যাবেন। মাঝে নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, কোকরাঝাড়, নিউ বোঙ্গাইগাঁও, কামাখ্যাতে থামবে।
ভারতীয় রেল বর্তমানে ২১টি রাজ্যে মোট ৩৪ ট্রেন চালাচ্ছে। আগামী জুনের মধ্যে আরও সাতটি রাজ্যে কমপক্ষে একটি করে বন্দে ভারত চালানোর লক্ষ্য নির্ধারণ করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ১৮২ কিলোমিটার জুড়ে নতুন বিদ্যুত সরবরাহপ্রাপ্ত অংশেরও উদ্বোধন করবেন। এক সরকারি বিবৃতি অনুসারে, এই উচ্চ গতিতে চলা ট্রেনের মাধ্যমে দূষণমুক্ত পরিবহন ব্যবস্থা প্রদান করা হবে। সেই সঙ্গে এটি ট্রেনের চলার সময়ও হ্রাস করতে সাহায্য করবে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
6.88% Weekly Cashback on 2025 IPL Sports