নিউ জার্সিতে খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলফ ক্লাবের আকাশসীমা লঙ্ঘন উঠেছে একটি বেসামরিক বিমানের বিরুদ্ধে। আর এই শোরগোল পড়ে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে।পরে অবশ্য এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে সেই বেসামরিক বিমানকে সরিয়ে দেওয়া হয়।
মার্কিন সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বেডমিনস্টারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলফ ক্লাবের আকাশসীমা লঙ্ঘন করে একটি বেসামরিক ছোট বিমান প্রবেশ করায়, এফ-১৬ যুদ্ধবিমান সেটিকে ওই এলাকা থেকে বের করে দেওয়া হয়।জানা গেছে, স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ৩৯ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটেছে। দ্য নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) জানিয়েছে, এটা ছিল শনিবার পঞ্চমবারের মতো আকাশসীমা লঙ্ঘনের ঘটনা। নোরাড জানিয়েছে, 'হেডবাট ম্যানুভার' নামক একটি কৌশল ব্যবহার করে এফ-১৬ যুদ্ধবিমানটি আকাশসীমা লঙ্ঘন করা বেসামরিক বিমানের পাইলটের দৃষ্টি আকর্ষণ করে। এরপর বিমানটিকে নিরাপদে নিষিদ্ধ এলাকা থেকে বাইরে নিয়ে যাওয়া হয়।
নোরাড আরও জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলিতে এ ধরনের একাধিক অননুমোদিত অনুপ্রবেশ ঘটেছে। এজন্য তারা সাধারণ বিমান চালকদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছে, যেন তারা টেক অফের আগে সকল আকাশসীমা বিষয়ক বিজ্ঞপ্তি (নোটাম) ভালোভাবে দেখে নেন।অবশ্য এই ঘটনাটি নিয়ে হোয়াইট হাউস এখনও পর্যন্ত কোন মন্তব্য করেনি।বর্তমানে ট্রাম্প নিউ জার্সিতে ছুটি কাটাচ্ছেন বলে জানা গেছে।মূলত যখন কোনও উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা বা প্রেসিডেন্ট বিশেষ কোনও স্থানে থাকেন, তখন নিরাপত্তা নিশ্চিত করতে সেই এলাকার আকাশসীমায় সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। বেডমিনস্টারের ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবেও সেই রকম নিষেধাজ্ঞাই জারি ছিল।
উল্লেখ্য, চলতি বছর মার্চেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্টের আকাশসীমা লঙ্ঘন করা হয়। তিনটি বিমান আকাশসীমা লঙ্ঘন করে, যা থামাতে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করা হয়। ঘটনাটি ঘটে ফ্লোরিডার পাম বিচে, যেখানে ট্রাম্পের বিখ্যাত রিসোর্ট অবস্থিত। দ্য নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড এফ-১৬ যুদ্ধবিমান পাঠায় তিনটি বেসামরিক বিমানকে সরিয়ে দিতে। রিপোর্ট অনুসারে, দুটি বিমান থামানোর সময়, এফ-১৬-কেও ফ্লেয়ার ছুড়তে হয়। তিনটি বিমানই পরে পাম বিচের আকাশসীমা থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।কোন পরিস্থিতিতে এই বিমানগুলি পাম বিচের আকাশসীমায় প্রবেশ করে তা স্পষ্ট না হলেও গত কয়েক মাস ধরে বারবার এমন ঘটনা ঘটেছে।