মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আবাসিক এলাকায় বিমান আছড়ে পড়ে মৃত্যু হয়েছে একাধিক জনের। বৃহস্পতিবার সান দিয়েগোতে একটি ছোট বিমান ভেঙে পড়ে। ওই দুর্ঘটনায় একাধিক বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানে জ্বালানির কারণে আগুন জ্বলে যায় একাধিক বাড়ি ও গাড়িতে।সান দিয়েগোর মার্ফি ক্যানিয়ন এলাকায় এই দুর্ঘটনার পরেই খালি করে দেওয়া হয় এলাকায়। আগুন নেভাতে তড়িঘড়ি পদক্ষেপ করে দমকল বাহিনী। বিমানের ধ্বংসাবশেষ এবং জ্বালানির কারণে আগুন লাগামছাড়া হওয়ার আশঙ্কায় এলাকা খালি করে দেওয়া হয়েছিল। (আরও পড়ুন: অমানবিক পাক, দুর্যোগে পড়া ইন্ডিগোর বিমানের সঙ্গেও 'শত্রুতা' মুনিরের দেশের!)
আরও পড়ুন-'মার্কিন সেনেটে সেক্স করায় অনুতপ্ত নই', বিস্ফোরক স্বীকারোক্তি বহিষ্কৃত কর্মীর
জানা গেছে, প্রাইভেট বিমানটি মন্টগোমারি-গিবস এগজিকিউটিভ এয়ারপোর্টে যাচ্ছিল। তার আগেই ভেঙে পড়ে সেটি।বিমান দুর্ঘটনার ফলে স্যান দিয়েগোর অন্তত ১৫টি বাড়িতে আগুন ধরে যায়। দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে রাস্তায় দাঁড়িয়ে থাকা অনেক গাড়ি দুমড়ে গিয়েছে। ক্ষতি হয়েছে ঘরবাড়ির। পাশাপাশি মৃত্যু হয়েছে বিমানের যাত্রীদের। সহকারী দমকল বিভাগের প্রধান ড্যান এডি বলেন, রাস্তার দাঁড়িয়ে থাকা কেউ আহত হননি। সান দিয়েগো পুলিশ এবং দমকল কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের ছোট বিমানে ৮ থেকে ১০ জনের বসার বন্দোবস্ত থাকে। কিন্তু এক্ষেত্রে বিমানটিতে কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি। বিমানটি সম্পর্কে কোনও বিস্তারিত তথ্যই এখনও দেয়নি স্থানীয় প্রশাসন। কেবল সেটি মধ্যপশ্চিম থেকে আসছিল কেবল এইটুকু তথ্যই জানানো হয়েছে। (আরও পড়ুন: ইউনুস সরকারের ওপর আরও চাপ ভারাতের, ঢাকার আপত্তি সত্ত্বেও বড় বার্তা দিল্লির)
পহেলগাঁও হামলার জন্য দায়ী পাক সেনাপ্রধানের দৃষ্টিভঙ্গি! বিস্ফোরক দাবি জয়শংকরের
আরও পড়ুন: সেন্ট মার্টিন, রাখাইন করিডোর জল্পনার মাঝে বাংলাদেশে পা US বাহিনীর! কী বলছে ভারত?
দুর্ঘটনার ফলে গোটা এলাকায় বিমানের জ্বালানি ছড়িয়ে পড়েছে। স্যান দিয়েগোর পুলিশ বিভাগ এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে। কেউ জ্বালানির গন্ধ পেলে বা বিমানের কোনও ধ্বংসাবশেষ দেখতে পেলেই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে বলা হয়েছে। অনেক বাড়ির সঙ্গে বিমানটির সরাসরি সংঘর্ষ হয়েছে বলেও জানিয়েছে স্যান দিয়েগোর পুলিশ।ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বিবৃতিতে জানিয়েছে, স্যান দিয়েগোর কাছে মন্টগোমেরি–গিব্স এগজিকিউটিভ বিমানবন্দর থেকে উড়েছিল সেসনা ৫৫০ বিমানটি। তার ভিতরে কত জন ছিলেন, তা এখনও স্পষ্ট নয়। কীভাবেই বা বিমানটি ভেঙে পড়ল তাও খতিয়ে দেখা হচ্ছে।