বাংলা নিউজ > ঘরে বাইরে > 'পাপের ঘড়া পূর্ণ…ওদের যা ক্ষতি তা পাকিস্তানের কারণেই, ' DGMO বৈঠকের আগে সুর বাঁধল সেনা
পরবর্তী খবর
দ্বিতীয় স্পেশাল সাংবাদিক বৈঠক। ভারত পাক ডিজিএমও স্তরের বৈঠকের আগে সোমবার সেনার তিন শাখার সাংবাদিক বৈঠক। আর সেখানেই সেনার তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে কীভাবে হামলা চালাতে গিয়ে ব্যর্থ হয়েছে পাকিস্তান। কীভাবে একের পর এক পাক মিসাইলকে নামিয়ে দিয়েছে ভারত। সেই সঙ্গে পাকিস্তানের যা ক্ষতি হয়েছে তা পাকিস্তানের কারণে হয়েছে। জানিয়ে দিয়েছে ভারতীয় বায়ু সেনা। সাংবাদিক বৈঠকের আগেই জানানো হয়েছে, গতকাল( রবিবার) বিস্তারিতভাবে জানানো হয়েছিল কীভাবে পাকিস্তানে ও পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে আমরা জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছি।