Pakistan General Election Latest Update: পিছিয়ে দেওয়া হোক ভোট, ১০০ সদস্যের পাক সেনেটে ১৫ জনের উপস্থিতিতে পাশ প্রস্তাব!
1 মিনিটে পড়ুন Updated: 06 Jan 2024, 10:00 AM ISTপাকিস্তানের সংসদের উচ্চ কক্ষ সেনেটের মোট সদস্য সংখ্যা ১০০। শুক্রবার সেনেটে উপস্থিত ছিলেন মাত্র ১৫ জন। সেই ১৫ জন উপস্থিতিতেই ভোট পিছিয়ে দেওয়ার প্রস্তাব পাশ করায় সেনেট। রিপোর্ট অনুযায়ী, সেনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সেনেটর দিলাওয়া খান ভোট পিছিয়ে দেওয়ার প্রস্তাব পেশ করেছিলেন সেনেটে।
পাকিস্তানের সেনেট