
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
গত ২২ এপ্রিল ২০২৫ সালে পহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার দগদগে ক্ষত আজও ভারতের বুকে লেগে। ঘটনার জবাবি হামলায় ভারতের তরফে পাকিস্তানের বুকে ‘ অপারেশন সিঁদুর’ অভিযান চলে। এদিকে, পহেলগাঁও হামলা ঘিরে তদন্তে নামে এনআইএ। ৩ জঙ্গির খোঁজ শুরু হয়। সেই ঘটনাতেই এবার এনআইএর জালে ২ জন ধরা পড়েছে। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে ওই ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, পরভেজ ও বশির নামে দুই ব্যক্তিকে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও থেকে গ্রেফতার করা হয়েছে। সেখানের হিলপার্কের বাসিন্দা তারা। এই দুজনের বিরুদ্ধে পহেলগাঁও কাণ্ডের জঙ্গিদের থাকা খাওয়ায় সাহায্য করার অভিযোগ রয়েছে। সংবাদ সংস্থা এএনআই-র তথ্য বলছে, হিলপার্কের একটি জায়গায় ওই জঙ্গিদের জন্য মরশুমি কুড়ে-ঘর বানিয়ে তাদের থাকা খাওয়ার বন্দোবস্ত করে পরভেজ ও বশির। তথ্য বলছে, পরভেজ আহমেদ জোথার ও বশির আহমেদ জোথারকে ওই হিলপার্ক থেকেই গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে,পহেলগাঁও কাণ্ডের জঙ্গিদের পরভেজ ও বশির, খাবার, আশ্রয় দিয়ে সাহায্য করেছে। এদিকে, পরভেজ, বশিরকে গ্রেফতার করে পহেলগাঁও জঙ্গিদের নিয়ে জেরা শুরু করেছে এনআইএ। সে জেরাতেই জানা গিয়েছে, ৩ জঙ্গি পাকিস্তানের। জেরার মুখে ধৃতরা জানিয়েছে, ওই জঙ্গিদের আসল পরিচয়। জঙ্গিদের সঙ্গে লস্কর ই তৈবার যোগ রয়েছে বলে ধৃতরা জানিয়েছে। ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ ১৯৬৭, সেকশন ১৯ ধারায় মামলা রয়েছে।
( ‘এবার শান্তির সময়’, ইরানের বুকে ৩ পারমাণবিক কেন্দ্র US গুঁড়িয়ে দেওয়ার পর বার্তা ট্রাম্পের)
( ইরানে USর হানার পর মার্কিন শহরগুলিতে হাই অ্যালার্ট! নিউ ইয়র্ক, ওয়াশিংটনে কী পরিস্থিতি?)
উল্লেখ্য, পহেলগাঁওতে হামলার ঘটনার পর থেকে কেটে গিয়েছে কয়েক মাস। এরপর পাকিস্তানের বিরুদ্ধে ভারত শুরু করে অপারেশন সিঁদুর। এই অভিযানে পাকিস্তানের বুকে ভারতীয় সেনা পর পর জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। পাকিস্তানের অভ্যন্তরে ৯ জায়গায় জঙ্গি শিবিরে হামলা করে ভারত। হানা আছড়ে পড়ে পাক সেনার ক্ষমতার অলিন্দ রাওয়ালপিন্ডিতে। এরপরই যুদ্ধবিরতি দেখা যায় দুই দেশে। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অপারেশন সিঁদুর এখনও বন্ধ হয়নি। এদিকে, চলছে পহেলগাঁও নিয়ে তদন্তও।
৳7,777 IPL 2025 Sports Bonus