আস্থা ভোটের মুখোমুখি হলে হার নিশ্চিত ছিল। এই আবহে ইমরান খানের বাউন্সারে পুরো পরিস্থিতি পাল্টে গেল পাকিস্তানে। রবিবার ভারতীয় সময় দুপুর ১২টা আচমকাই পাক ন্যাশনাল অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার কাসিম সুরি জানিয়ে দেন যে ‘দেশের স্বার্থে’ ইমরান খানের সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করা হচ্ছে। আর এরপর থেকেই একের পর এক নাটকীয় ঘটনার সাক্ষী থেকেছে পাকিস্তান। একজিকে যেখানে ১৯২ জন বিরোধী সদস্য অ্যাসেম্বলিতে বলেই শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন, সেখানে পাক রাষ্ট্রপতি অ্যাসেম্বলি ভেঙে দিয়েছেন। আবার রাতে পাক ক্যাবিনেট সচিব একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেন ইমরান খান এখনও আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নেই। এই আবহে সবার মনেই প্রশ্ন জাগে, তাহলে দেশটা চালাচ্ছে কে? এরই মাঝে ফের উঁকি দিতে শুরু করে পাকিস্তানের গদিতে সেনার ফেরার সম্ভাবনা। উল্লেখ্য, এই দেশ প্রায় তিন দশক সামরিক শাসনে ছিল। এই আবহে আজকে পাক সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত সিদ্ধান্ত নেবে।