ওয়ো রুমসের এবার নতুন চেক ইন নিয়ম প্রকাশ্যে আসতেই তা নিয়ে ব্যাপক হইচই শুরু হয়েছে। অবিবাহিতদের মধ্যে বেশ জনপ্রিয়তায় থাকা ওয়োর নতুন চেক ইন নিয়ম অনুযায়ী, ওয়োর সঙ্গে সংযুক্ত হোটেলের ওয়ো রুমগুলিতে আর থাকতে পারবেন না কোনও অবিবাহিত যুগল। সঙ্গী হোটেলগুলিকে ঘিরে এই নয়া চেক ইন নিয়ম চালু করল ওয়ো। এই নিয়ম মেরঠ থেকে শুরু হল।
ওয়োর নয়া চেক ইন নিয়ম অনুযায়ী, এবার থেকে সমস্ত যুগলের সম্পর্কের ভিত্তিতে বৈধ নথি দেখা হবে। যাঁরা অনলাইনে বুক করবেন, তাঁদের জন্যও একই নিয়ম লাগু থাকবে। যে সমস্ত হোটেল ওয়োর অংশীদার, সেই হোটেলগুলিকেও ওয়ো ক্ষমতা দিয়েছে, অবিবাহিত যুগলকে চেক ইন করতে না দেওয়ার জন্য। সংস্থা বলছে, স্থানীয় আবেগ, বেশ কিছু দিকের বিচার বিবেচনা করে, তবেই এবার থেকে রুম দেবে ওয়ো।
এদিকে, উত্তর প্রদেশের মেরঠে ইতিমধ্যেই ওয়ো তার অংশীদার হোটেলগুলিকে এই বিষয়ে নির্দেশ স্পষ্ট করে দিয়েছে। আপৎকালীন ভিত্তিতেই এই নয়া নিয়ম লাগু হতে চলেছে। মেরঠে সরেজমিনে পরিস্থিতি কী দাঁড়ায়, তা দেখে বাকি শহরগুলিতেও ওয়ো এই নয়া নিয়ম লাগু করবে বলে খবর। জানা যাচ্ছে, মেরঠের মতো জায়গায় বহু সুধী সমাজ থেকে ওয়ো এই অবিবাহিত যুগল সম্পর্কিত নানান ফিডব্যাক পেয়ে এসেছে। বাকি বহু শহরেও, অবিবাহিত যুগলদের যাতে থাকতে না দেওয়া হয়, তার জন্য অনেকেই দাবিতে সোচ্চার হয়েছিলেন ওয়োর কাছে। এরপরই পদক্ষেপ করেছে ওয়ো।
ওয়ো নর্থ-র রিজিয়ন হেড, পাওয়াস শর্মা বলেন,'OYO নিরাপদ এবং দায়িত্বশীল আতিথেয়তা অনুশীলন বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। যদিও আমরা ব্যক্তিস্বাধীনতা এবং ব্যক্তিগত স্বাধীনতাকে সম্মান করি, আমরা যে মাইক্রো মার্কেটগুলিতে কাজ করি সেখানে আইন প্রয়োগকারী এবং সুশীল সমাজের গোষ্ঠীগুলির কথা শোনার এবং কাজ করার জন্য আমরা আমাদের দায়িত্ব স্বীকার করি। আমরা এই নীতি এবং এর প্রভাব পর্যায়ক্রমে পর্যালোচনা করতে থাকব।' এবার থেকে এই ব্র্যান্ড পরিবার, ছাত্র, ব্যবসা, ধর্মীয় এবং একক ভ্রমণকারীদের জন্য নিরাপদ অভিজ্ঞতা দিতে প্রস্তুতি নিচ্ছে। সেই জায়গা থেকেই এমন উদ্যোগ বলে জানা গিয়েছে।