গোয়ার জনপ্রিয় ক্লাব টিটো বিক্রি হয়ে গেল। এদিকে এই ঘটনার নেপথ্যে স্থানীয় প্রশাসনের চাপ সৃষ্টির কৌশল রয়েছে বলে অভিযোগ করলেন ক্লাবের প্রাক্তন অংশীদার রিকার্ডো ডি'সুজা। সোশ্যাল মিডিয়া পোস্টে রিকার্ডো জানান, ন্যায্য মূল্যের বিনিময়ে গোয়ায় নিজের সকল ব্যবসা বিক্রি করে দিয়েছেন তিনি। রিকার্ডো লেখেন, 'আমি দুঃখ এবং ক্রোধ সহকারে এটা জানাতে বাধ্য হচ্ছি যে গোয়াতে আমরা আমাদের সব ধরনের ব্যবসা বিক্রি করে দিয়েছি। আমি ব্যক্তিগত ভাবে অবশ্য লোকসানের মুখে পড়িনি। আমি যে পরিমাণ ক্ষতিপূরণ পেয়েছে তাতে আমার পরবর্তী প্রজন্মকেও কাজ করতে হবে না।'
এদিকে এই ক্লাব বিক্রির নেপথ্যে পুলিশ, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, কোস্টাল রেগুলেশন জোন, বিভিন্ন এনজিও, পঞ্চায়েক, বিডিও, ডেপুটি কলেক্টরের দ্বারা চাপ সৃষ্টি রয়েছে বলে অভিযোগ করেন রিকার্ডো।
এদিকে কাকে কত টাকায় এই ক্লাব তিনি বিক্রি করেছেন, তা বলেননি রিকার্ডো। এদিকে যে শন মার্টিনস গ্রামে এই ক্লাবটি অবস্থিত ছিল, সেই গ্রামের প্রধান জানান, শেষবার ২০১৯ সালে কোস্টাল রেগুলেশন জোনের নিয়ম ভাঙার অভিযোগ উঠেছিল টিটো-র বিরুদ্ধে। এরপর সাম্প্রতিককালে এধরনের কোনও অভিযোগ ওঠেনি ক্লাবটির বিরুদ্ধে।
উল্লেখ্য, এই ক্লাবটি ৭০-এর দশকে আত্মপ্রকাশ করেছিল একটি শ্যাক হিসেবে। সেই সময় গোয়ার পর্যটন শিল্প অতটা বিকশিত হয়নি। পরে ধীরে ধীরে গোয়া পর্যটনের বড় অংশ হয়ে দাঁড়ায় টিটো। সাম্প্রতিককালে ক্লাবের বিরুদ্ধে বিভিন্ন নিয়ম ভাঙার অভিযোগ উঠছিল।